মাত্র ১৫০ টাকায় কোটিপতি! এভাবে লটারি কেটে মুর্শিদাবাদের দুই দিনমজুর হয়ে গেলেন রাজা

বর্তমানে লটারি (Lottery) মানুষের কাছে আয়ের এক অন্যতম দারুণ উৎস হয়ে ওঠেছে। লটারি মানেই অবশ্য ভাগ্যের খেলা। সেখানে টাকা পাওয়ার জন্য বেশ সৌভাগ্যের প্রয়োজন পড়ে। লটারি পাওয়া মুশকিল, কিন্তু একবার সেই ভাগ্যের চাকা খুললে আর সমস্যা নেই। আর এবার লটারির টিকিট কেটে কোটিপতি হয়ে গেলেন ফারাক্কার দুই বন্ধু লালচাঁন ও সায়ব।
১৫০ টাকার বিনিময়ে ১ কোটি টাকার বিরাট বাম্পার লটারি পুরষ্কার জিতে নিলেন পেশায় দিনমজুর দুই বন্ধু। আর লটারি জিতেই প্রথমে তারা হাজির হয়েছেন নিকটবর্তী ফারাক্কা থানায়। ২৫ সেমের টিকিট কেটে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন দুই বন্ধু।
আলিনগরে একটি লটারির টেবিলে ১৫০ টাকার বিনিময়ে ২৫ সেম লটারি টিকিট কেটেছিলেন তারা। আর তাতেই কেল্লাফতে হয়েছে তাদের। প্রথম পুরষ্কার জিতে এখন দিব্যি ফুরফুরে মেজাজে দুজনে। দুই বন্ধুরই বেশ লটারি কাটার নেশা ছিল। আর সেখান থেকেই কোটিপতি হন দুজনে।
বর্তমানে অনেকেই যেখানে লটারি টিকিট কেটে সর্বশ্রান্ত হয়েছেন সেখানে লটারির টিকিট কেটে ১ কোটি ১ লক্ষ টাকা পেয়েছেন দুই বন্ধু। ভাগ্যের চাকা অবশেষে ঘুরেছে তাদের দিকে। এদিকে দিনমজুরি সমস্ত টাকাটাই ঢেলে দিয়েছেন লটারিতে। তাই লটারিতে টাকা জিতে সেই টাকায় যেন লটারি টিকিট না কাটেন সেই বার্তা দিচ্ছেন এলাকার বাসিন্দারা।
তারা জানান তাদের লক্ষ্য নিজেদের বাড়ি তৈরি করা। ছেলেদের ভালো পড়াশোনাটাও তাদের লক্ষ্যে রয়েছে। লটারি জেতার পর থেকেই তার বাড়িতে গ্রামের বাসিন্দারা ভিড় জমাচ্ছেন একবার দেখার জন্য। যদিও তারা নিজেদের নিরাপত্তার স্বার্থে হাজির হয়েছেন স্থানীয় থানায়।