কপাল খুলল বাংলার, এবার মুর্শিদাবাদে তৈরি হচ্ছে বিশাল বন্দর! হবে প্রচুর কর্মসংস্থান, বরাদ্দ মোটা টাকা

সেজে উঠছে মুর্শিদাবাদ (Murshidabad)। বাংলাদেশের (Bangladesh) সঙ্গে বাণিজ্য (Business) বাড়ানোর লক্ষ্যে ঢেলে সাজানো হচ্ছে মুর্শিদাবাদকে। কী হচ্ছে মুর্শিদাবাদে জানেন? তাহলে দ্রুত পড়ে নিন এই প্রতিবেদনটি।

আপনি জানলে অবাক হবেন, এবার প্রায় ৫২ কোটি টাকা ব্যয় করে মুর্শিদাবাদেই তৈরি হচ্ছে নতুন বন্দর (Port)। আর এই নতুন বন্দর তৈরি হওয়ার জেরে বাংলার বাণিজ্য ব্যবস্থা এক আলাদা পর্যায়তেই পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ৫২ কোটি টাকা বিনিয়োগে মুর্শিদাবাদে তৈরি হচ্ছে পদ্মা জাহাজ বন্দর । বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে অর্থনীতিও বৃদ্ধি পাবে এই বাংলায়।

মূলত মুর্শিদাবাদের লালগোলায় এই নয়া বন্দরটি গড়ে উঠতে চলেছে। বেসরকারি সংস্থার বিনিয়োগে সরকারি উদ্যোগে প্রায় ৫২ কোটি টাকা বিনিয়োগে গড়ে উঠবে আন্তর্জাতিক পণ্য পরিবহন বন্দরটি। শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে মুর্শিদাবাদের লালগোলা সংলগ্ন বাংলাদেশের পদ্মা নদীর (Padma River) ওপরেই তৈরি হবে প্রস্তাবিত এই আন্তর্জাতিক নদী বন্দরটি।

এই বিষয়ে প্রথম আলোচনা হয় ২০১৫ সালে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে যান। সেই সময়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেই এই বিষয়ে। এরপর ২০১৮ সালের মার্চে দুই দেশের তরফ থেকে জমি ও নদী সার্ভে করা হয়। এই বন্দরের সম্ভাবনা কতটা তা খতিয়ে দেখা হয়। এরপর এই পরিকল্পনা বাস্তবায়িত হয় ২০২২ সালে। সেই বছরের এপ্রিল এই বন্দর নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে মৌ স্বাক্ষর হয়। জানা গিয়েছে, বর্তমান সময়ে প্রায় ২৫ বিঘা জমির উপর ৫২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এই বন্দরটি।