দশটি বেডরুম, স্পা সহ চমকে দেওয়ার মতো সুবিধা! দুবাইতে কয়েকশ কোটি টাকার বাড়ি কিনল আম্বানি

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর দায়িত্ব এখন বর্তেছে অনন্ত আম্বানির (Anant Ambani) ওপর। বিশেষত রিলায়েন্স জিওতে (Jio) এখন সর্বেসর্বা তিনি। পৃথিবীর সবচেয়ে দামী বাড়ির মালিক যে আম্বানি (Mukesh Ambani) সেই ব্যাপারে আমরা সবাইই জানি। কিন্তু জানেন কি এবার দুবাইয়ের সবচেয়ে দামী বাড়িটি কিনে নিতে চলেছেন মুকেশ আম্বানির যোগ্য পুত্র অনন্ত আম্বানি।
মাঝখানে অবশ্য অনেকটা সময় জানা যায়নি বাড়ির আসল মালিক সম্পর্কে। পরে মিডিয়া রিপোর্টে প্রকাশ্যে আসে যে এই বাড়িটির মালিক অনন্ত আম্বানি। বাড়িটি অবস্থিত পাম জুমেইরার উত্তরে। সেখানে দশ বেডরুম, একটি স্পা, ইনডোর এবং আউটডোর সুইমিং পুল বিশিষ্ট বিরাট ঘর কিনেছেন তিনি। কিন্তু জানেন কি ওই বাড়িতে তার প্রতিবেশী হতে চলেছেন ডেভিড বেকহ্যাম এবং শাহরুখ খান।
বর্তমানে পৃথিবীতে সমস্ত ধনী ব্যক্তিদের মুখ্য ঠিকানা হয়ে উঠেছে দুবাই। নিজেদের দেশ ছেড়ে ধনী ব্যক্তিরা এখন দুবাই-র বাসিন্দা হয়ে উঠছেন। এর পাশাপাশি দুবাইতে ধনীদের ‘গোল্ডেন ভিসা’ ও দেওয়া হচ্ছে। এছাড়া দুবাইতে সম্পত্তি কেনার ক্ষেত্রে বিদেশিদের ওপর যে বিধিনিষেধ আরোপ ছিল এতদিন সেটাও শিথিল করেছে দুবাই সরকার।
বিশ্বের ১১ তম ধনী ব্যক্তিদের মুকেশ আম্বানি ধীরে ধীরে তাঁর সাম্রাজ্যের চাবিকাঠি তুলে দিচ্ছে নিজেদের সন্তানদের হাতে। এখনো অবধি মুকেশ আম্বানির সাম্রাজ্যের তিনজন উত্তরাধিকারী রয়েছেন, যার মধ্যে অনন্ত আম্বানি অন্যতম। প্রসঙ্গত কয়েকদিন আগেই মুকেশের আরেক ছেলে আকাশ আম্বানি, ৭৯ মিলিয়ন ডলার দিয়ে ব্রিটেনে একটি জর্জিয়ান সমকালের ম্যানশন কিনেছিলেন।