ভারতের সেরা ধনী, কিন্তু মুকেশ আম্বানির পরিবারে কে কতদূর শিক্ষিত? জানলে অবাক হবেন

সারাদেশ তথা বিশ্বেই মুকেশ আম্বানি (Mukesh Ambani) পরিবারের বেশ নামডাক রয়েছে। পৃথিবীর সেরা ধনীর তালিকায় রয়েছে তাদের নাম। কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতা কেমন? চলুন আজ সেটাই জানাবো আপনাদের।

১) অনন্ত আম্বানি (Anant Ambani) : মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র হলেন অনন্ত আম্বানি। তিনি সম্প্রতি রাধিকা মার্চেন্টকে বিয়ে করেন। প্রথমে ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে নিজের স্নাতক সম্পুর্ন করেছেন।

২) ইশা আম্বানি (Isha Ambani) : ইশা আম্বানিও ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেন। এরপর সাইকোলজি পড়ার জন্য ভর্ত্তি হন মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়াল বিশ্ববিদ্যালয়ে।

৩) আকাশ আম্বানি (Akash Ambani) : আকাশ আম্বানি মুকেশ এবং নীতা আম্বানির বড় ছেলে। সম্প্রতি জিওর (Jio) মালিকানা নিয়েছেন নিজের কাঁধে। আকাশ আম্বানি ব্রাউন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক।

৪) রাধিকা মার্চেন্ট (Radhika Merchant) : সদ্যই আম্বানি পরিবারের সদস্য হয়েছেন রাধিকা। আম্বানি পরিবারের কনিষ্ঠ পুত্রের সাথে বাগদান হয়েছে তার। রাধিকার পড়াশোনা ইকোল মন্ডিয়েল ওয়ার্ল্ড স্কুল এবং ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল।

৫) শ্লোকা মেহতা আম্বানি (Shloka Mehta Ambani) : শ্লোকা হলেন মুকেশ আম্বানির জেষ্ঠ্য পুত্রবধূ। তিনি নিজেও ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছেন। পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অ্যান্থ্রোপলজি নিয়ে পড়াশোনা সম্পূর্ন করেছেন।

ambanis

এবার জানিয়ে রাখি যে, নীতা আম্বানি এবং মুকেশ আম্বানির শিক্ষাগত যোগ্যতাও খুব কম নয়। নীতা আম্বানি কমার্স নিয়ে ব্যাচেলর ডিগ্রি অবধি পড়াশোনা করেছেন। বিয়ের আগে একই স্কুলে শিক্ষকতার কাজও করেছেন তিনি। মুকেশ আম্বানি MBA নিয়ে ভর্ত্তি হলেও ডিগ্রী কমপ্লিট করতে পারেননি।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button