আদানিকে উড়িয়ে বাজিমাত! বিশ্বের সেরা ১০ ধনীর তালিকায় জায়গা পেলেন এই ভারতীয় ধনকুবের

আদানি গ্রুপের (Adani Group) চেয়ারম্যান, গৌতম আদানি (Gautam Adani) বিশ্বের শীর্ষ ধনী ব্যবসায়ীদের তালিকা থেকে হঠাৎ হারিয়ে যান। লেটেস্ট তালিকা অনুযায়ী বিশ্বের ধনী তালিকায় ২৩ তম ধনীব্যক্তিতে পরিণত হয়েছেন তিনি। লেটেস্ট Hurun Global Rich List অনুযায়ী খুব জলদি জলদি ৩৫% সম্পদ হারিয়েছেন তিনি। আর অবশ্যই এজন্য Hindenburg Research এর মতো সংস্থা দায়ী।

হুরুন তালিকা অনুযায়ী আদানি মোট ২৮ বিলিয়ন সম্পদ হারিয়েছেন। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৩০০০ কোটি টাকার আশপাশে। আদানি তালিকা থেকে বাদ যাওয়ার পর শীর্ষ ১০ ধনীদের তালিকায় ভারতীয় হিসেবে একমাত্র মুকেশ আম্বানি (Mukesh Ambani) রয়েছেন। মুকেশ আম্বানিরও অবশ্য সম্পদহানি হয়ছে। উল্লেখযোগ্য বিষয় এই যে, টানা ৩ বার এশিয়ার শীর্ষ ধনী তালিকায় রয়েছেন মুকেশ আম্বানি।

হিন্ডেনবার্গ রিপোর্ট আসার পর বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে গৌতম আদানির। আদানি এন্টারপ্রাইজের শেয়ার ৩,৫০০ টাকা থেকে প্রায় ১,০০০ টাকায় নেমে আসে। বর্তমানে অবশ্য শেয়ারের দাম বেড়ে ১৮০০ টাকায় পৌঁছেছে। বর্তমানে মুকেশ আম্বানির পর আদানি ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি।

আদানির পর তৃতীয় স্থানে রয়েছেন সিরাম ইনস্টিটিউটের সাইরাস পুনাওয়ালা। তার মোট সম্পদ রয়েছে ২৭ বিলিয়ন ডলার। চতুর্থ স্থানে রয়েছেন শিব নাদার অ্যান্ড ফ্যামিলি, মোট সম্পদ রয়েছে ২৬ বিলিয়ন ডলার। এরপর পঞ্চম স্থানে আছেন লক্ষ্মী মিত্তল। বাকি তালিকায় রয়েছেন, এসপি হিন্দুজা এবং পরিবার, দিলীপ সাঙ্ঘভি এবং পরিবার, রাধাকিশান দামানি, কুমার মঙ্গলম বিড়লা এবং উদয় কোটক।

বিশ্বের তালিকা বললে ২৩ নাম্বারে রয়েছেন আদানি, সাইরাস পুনাওয়ালা আছেন ৪৬ তম স্থানে। শিব নাদার ৫০ নম্বরে এবং লক্ষ্মী মিত্তাল ৭৬ নম্বরে রয়েছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ১৮৭ বিলিয়ন ডলার নিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম বিলিয়নিয়ার উৎপাদনকারী দেশ ভারত। সারাবিশ্বে মোট ভারতীয় বংশোদ্ভূত বিলিয়নেয়ারের সংখ্যা ২১৭।

gautam adani 1

সাথে এটাও জানিয়ে দিই দেশের সবচেয়ে বেশি বিলিয়নিয়ার রয়েছেন মুম্বাইতে। সেখানে ৬৬ জন বিলিয়নিয়ারের বাস। এরপর নয়া দিল্লিতে থাকেন ৩৯ জন এবং তৃতীয় স্থানে রয়েছেন বেঙ্গালুরু। মোট ২১ জন বিলিয়নিয়ার থাকেন এখানে। ভারতে যেখানে বিলিয়নিয়ার সংখ্যা বাড়ছে সেখানে বিশ্বে সেই সংখ্যা ৩,৩৮৪ থেকে কমে হয়েছে ৩,১১২।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button