দেশে একের পর এক অভ্যন্তরীণ সমস্যার সমাধানে কড়া পদক্ষেপ নিচ্ছে মোদী সরকার। হালেই আতংকবাদের সাথে যোগসূত্র পাওয়ায় নিষিদ্ধ করা হয়েছে ইসলামিক সংগঠন ‘PFI’ কে। এবার ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) ওপর হামলা হওয়ার আশঙ্কায় তার নিরাপত্তা ব্যবস্থা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে, গোয়েন্দা সংস্থা IB (Intelligence Bureau) এর সূত্রে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে Z+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানিকে। এর আগে নিরাপত্তা ব্যবস্থার জন্য তাকে Z ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হতো, এবার তা আরো বাড়ানো হয়েছে।
গত বছর আম্বানির বাসভবন অ্যান্টিলিয়ার বাইরে বিস্ফোরক পাওয়া যাওয়ার পর থেকেই তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার। তাছাড়া গত মাসের ১৫ তারিখ এক অজানা ব্যক্তি রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের ল্যান্ডলাইন নম্বরে ফোন করে মুকেশ আম্বানির পরিবারকে হত্যার হুমকি দেয়। পরে সেই নিয়ে থানায় রিপোর্ট কে পুলিশ তদন্ত শুরু করে।
এবার গোয়েন্দা সংস্থা IB এর তরফে জারি করা এক প্রতিবেদনের পর তার নিরাপত্তা ব্যাবস্থা আরো জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই Z+ নিরাপত্তার পুরো খরচ বহন করতে হবে মুকেশ আম্বানিকেই। এর আগে আম্বানি Z ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থার সমস্ত খরচ বহন করেছেন।
Z+ নিরাপত্তা হলো নিরাপত্তার দ্বিতীয় সর্বোচ্চ স্তর। এর উপরে রয়েছে একমাত্র SPG এর সিকিওরিটি। যা শুধুমাত্র প্রধানমন্ত্রীই পেয়ে থাকেন। Z+ নিরাপত্তা কভারেজে মোট ৫৮ জন নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়, যার মধ্যে থাকে ১০ জন NSG কমান্ডো। এছাড়া থাকে ১০ জন সশস্ত্র স্ট্যাটিক গার্ড, ৬ জন পিএসও, দুটি এসকর্টে ২৪ জন জওয়ান।
উল্লেখ্য যে, মুকেশ আম্বানিকে যখন জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল, তখন তা নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়। এমনকি বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। তবে এই মামলায় সুপ্রিম কোর্ট মুকেশ আম্বানির পক্ষেই রায় দেয়।