স্ত্রী নীতাকে ভারতের সবথেকে দামি গাড়ি উপহার মুকেশ আম্বানির! দাম জানলে আঁতকে উঠবেন

ভারত (India) তো বটেই, গোটা বিশ্বে আলোচিত হয় আম্বানি পরিবার। মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও তাঁর পরিবার নিজেদের ল্যাভিশ লাইফস্টাইল, বাড়ি, গাড়ির জন্য বারবার সর্বত্র আলোচিত হন। আম্বানি পরিবারের অন্দরমহলে কী চলে সেই নিয়ে সকলের কৌতূহলের একপ্রকার অন্ত নেই।  ভারতে এমন কেউ নেই যে মুকেশ আম্বানির নাম জানে না।

   

ফলে আবারও একবার শিরোনামে উঠে এল আম্বানি পরিবার। তবে এইবারে সকলের নজর নতুন করে কেড়েছেন মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি (Nita Ambani)। বিশ্বের শীর্ষ ধনকুবেরদের তালিকায় গুরুত্বপূর্ণ স্থানে থাকা মুকেশ আম্বানি নীতা আম্বানিকে একটি এসইউভি উপহার দিয়েছেন। বলা হচ্ছে এটি দেশের সবচেয়ে দামি এসইউভি। এই এসইউভির নাম রোলস রয়েস কুলিনান ব্ল্যাক ব্যাজ। এর দাম কোটি কোটি টাকা। মুকেশ আম্বানি ইতিমধ্যেই নীতা আম্বানিকে অনেক উপহার দিয়েছেন। মুকেশ আম্বানি একবার নীতা আম্বানিকে কোটি কোটি টাকার বিলাসবহুল জেট উপহার দিয়েছিলেন। সূত্রের খবর, নীতা আম্বানিকে উপহার দেওয়া এই এসইউভিটি লাল রঙের। সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় জেড প্লাস নিরাপত্তা বেষ্টিত অবস্থায় এটি কে দেখা গেছে। এই এসইউভি টি অনেক দিক থেকেই বিশেষ।

আপনি জানলে অবাক হবেন, নীতা আম্বানিকে উপহার দেওয়া এই এসইউভির দাম ১০ কোটি টাকা বলে জানা গিয়েছে। মুকেশ আম্বানির একাধিক গাড়ি রয়েছে। এর মধ্যে রয়েছে রোলস রয়েস, বেন্টলি, ল্যান্ড রোভার রেঞ্জ রোভার, ক্যাডিলাক, টেসলা, পোর্শে, ফেরারি, মার্সিডিজ, বিএমডব্লিউ, অডি, লেক্সাস, ভলভো এবং টয়োটা ইত্যাদি। এসবের মূল্য কোটি কোটি টাকা।

প্রসঙ্গত, আম্বানি পরিবারের সব সদস্যেরই একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। সূত্রের খবর, মুম্বইয়ে আম্বানির বাড়ির গ্যারেজে ১৫০টিরও বেশি গাড়ি রয়েছে। এখন কুলিনান ব্ল্যাক ব্যাজ গাড়িটিও কিনে নিয়েছেন আম্বানি। যারাই এই গাড়িটি দেখেন তারা এটি দেখে বিস্মিত হন। এই বিলাসবহুল এসইউভির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে।