বর্তমানে অ্যান্টিলিয়াতে থাকলেও আগে কোথায় থাকতেন মুকেশ আম্বানি? জানলে অবাক হবেন

বর্তমানে মুকেশ আম্বানি (Mukesh Ambani) কোথায় থাকেন সেই প্রশ্নের উত্তর দিতে পারে কোনো বাচ্চা ছেলেও। এমনকি কোনো বাচ্চাও বলে দেবে আম্বানি পরিবার কোথায় বাস করে। মুকেশ আম্বানি তার পরিবার নিয়ে বিশ্বের সবথেকে দামী বাড়ি ‘অ্যান্টিলিয়া’ (Antilia) তে বসবাস করেন। কিন্তু আজ আমরা আপনাদের জানাবো তার আগে আম্বানি পরিবারের ঠিকানা কোথায় ছিল।
রিলায়েন্সের প্রতিষ্ঠাতা অর্থাৎ ধীরুভাই আম্বানি ১৯৬০ এবং ১৯৭০ এর দশকে নেহাতই ছাপোষা আদমির মতো পোড়ো বাড়িতে থেকেছেন। কেরিয়ারের শুরুর দিকে ভুলেশ্বরের জয় হিন্দ এস্টেটের একটি দুই কামরার বাড়িতে থাকতেন। বর্তমানে সেটি ভ্যানিলা হাউস নামে পরিচিত।
এরপর ব্যবসায় সাফল্য পাওয়ার পর কারমাইকেল রোডের ঊষা কিরণ সোসাইটিতে চলে আসেন। সেখানে অবশ্য কিছুদিনই থাকেন তারা। কারণ আম্বানি পরিবারের সিউইন্ডের কোলাবা অ্যাপার্টমেন্টে চলে যান। এটাই হয় তাদের পরবর্তী ঠিকানা।
জানিয়ে রাখি এখানেই অনিল আম্বানি এবং মুকেশ আম্বানির মধ্যে মত বিরোধ হয়। দুই ভাই এরপর আলাদা হয়ে যান। পরবর্তীকালে মুকেশ আম্বানি এসে ওঠেন অ্যান্টিলিয়াতে। আপাতত সেটাই মুকেশ আম্বানি এবং তার পরিবারের স্থায়ী ঠিকানা।