আপনারও কি জিও (Jio) সিম (Sim Card) রয়েছে বা নেওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল এক দারুণ সুখবর। BSNL-এর পর এবার ধামকাদার অফার এনে সকলকে চমকে দিল রিলায়েন্স জিও। Jio-র এই অফারে আপনি পেয়ে যাবেন ৪০ জিবি পর্যন্ত বিনামূল্যে ডেটা। যদিও আপনিও জিও-র গ্রাহক হয়ে থাকেন তাহলে কোম্পানির এক নতুন প্ল্যান সম্পর্কে জানলে খুশিতে আপনি রীতিমতো লাফাবেন।
মুকেশ আম্বানির (Mukesh Ambani) কোম্পানি এমন একটা বিশেষ প্ল্যান এনেছে যেখানে আপনি অতিরিক্ত ৪০ জিবি পর্যন্ত ডেটা পেয়ে যাবেন। তাও কিনা আবার একদম বিনামূল্যে। তাহলে আসুন আপনিও এই প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে নিন। এই ডেটাটি রিলায়েন্স কোম্পানি নিজেদের এক প্রিপেইড প্ল্যানে অন্তর্ভুক্ত অ্যাডিশনাল বেনিফিট হিসেবে গ্রাহকদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য আপনাকে কোনো অতিরিক্ত টাকাও গুণতে হবে না।
আপনিও যদি রিলায়েন্স জিও (Reliance Jio)-র ৯৯৯ টাকার প্ল্যান রিচার্জ করে থাকেন বা করার পরিকল্পনা করছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এই অতিরিক্ত ডেটা দেওয়া হবে। এর জন্য আপনাকে এক টাকাও বেশি গুনতে হবে না। এই ৯৯৯ টাকার প্ল্যানের সময়সীমা ৮৪ দিন। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাবেন। অর্থাৎ টানা ৮৪ দিনে আপনি মোট ডেটা পাচ্ছেন ২৫৮ জিবি। এছাড়া বাকি ৪০ জিবি রিচার্জ যোগ করার পর আপনার প্ল্যানের মধ্যে আপনি ২৯৮ জিবি ডেটা পেয়ে যাচ্ছেন। এই রিচার্জ প্ল্যানে আপনি দৈনিক ১০০টি এসএমএস করতে পারবেন।
অনেকেই হয়তো জানেন না যে এই প্ল্যানটি জিও আইপিএল-এর সময়ে লঞ্চ করেছিল। ফলে আর দেরি কেন করছেন? আপনিও দ্রুত এই বেনিফিটটি পেতে ঝটপট রিচার্জ করে ফেলুন।