ঋণে ডুবে আম্বানি, বিক্রি হতে চলেছে তার দুটি কোম্পানি! কিনতে এগিয়ে এল বড় সংস্থা

ঋণে ডুবে রয়েছেন মুকেশ আম্বানির (Mukesh Ambani) ভাই অনিল আম্বানি (Anil Ambani)। তার সাধের বাড়িও বিক্রি হতে বসেছে। এবার তার এক সংস্থা অধিগ্রহণ করে নিতে চলেছে অন্য দুই গ্রুপ। বহুদিন আগেই দেউলিয়া হয়ে যান মুকেশ আম্বানির ছোট ভাই। ঋণের ভারে জর্জরিত অনিল আম্বানি এবার রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স বিক্রি করে দিতে চলেছেন।
রিলায়েন্স ক্যাপিটালের সহযোগী সংস্থা রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্সকে অধিগ্রহণ করার জন্য এবার পিরামল গ্রুপ এবং জুরিখ ইন্স্যুরেন্স যৌথভাবে বিড করার পরিকল্পনা করেছে। উভয় গ্রুপ এই ক্ষেত্রে অর্ধেক অর্ধেক শেয়ার রাখতে পারে।
এই দুই গ্রুপ রিলায়েন্স ক্যাপিটালের সাধারণ বীমা ব্যবসার জন্য আগস্ট মাসে জমা দেয় নন-বাইন্ডিং টেন্ডার। এবার সংস্থাদুটি একত্রে মিলে অধিগ্রহণ করে নেবে রিলায়েন্স ক্যাপিটালের পুরো ব্যবসা। প্রসঙ্গত অনিল আম্বানির বাকি সমস্ত কোম্পানির মত ঋণের ভারে জর্জরিত রয়েছে রিলায়েন্স ক্যাপিটালও।
ঋণের সমস্যার সমাধান করার জন্য রিলায়েন্সের জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে আলাদা করে অধিগ্রহণের পৃথক অফার দিয়েছে জুরিখ ইন্স্যুরেন্স। তারা জানিয়েছে যে, তাদের এই অফার রিলায়েন্সের ঋণের সমস্যার নির্বাপণ করার প্রয়োজনে কাজে লাগবে। এক্ষেত্রে এই ডিল ফাইনাল বলেই ধরে নিচ্ছেন অনেকে।
রিলায়েন্স বা পিরামল গ্রুপ কেউই এই ডিল নিয়ে কোনোপ্রকার ইঙ্গিত দেয়নি। অবশ্য জুরিখ ইন্স্যুরেন্স এর মত পিরামল গ্রুপ সেরকম কোনো লোভনীয় অফার দেয়নি। এদিকে দুই সংস্থার যৌথ উদ্যোগ সফল হলে ভারতে বীমা ব্যাবসায় এন্ট্রি নিতে পারে জুরিখ ইন্স্যুরেন্স। আনুমানিক ৯৪৫০ কোটি টাকায় বিক্রি হতে চলেছে এই সংস্থা।