ভারতীয় ক্রিকেট দলের (India National Cricket Team) কিংবদন্তি অধিনায়ক (Captain), ব্যাটসম্যান তথা উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) কে না চেনে। তার ক্রিকেট কেরিয়ার সম্পর্কে তো সকলেই খুব ভালোভাবে অবগত। ভারতীয় ক্রিকেটকে তিনি কতদূর নিয়ে গেছেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আপনি কি জানেন মাহি একাধারে যেমন একজন সফল ক্রিকেটার অপরদিকে তিনি দেশের সফল ব্যবসায়ীর তালিকাতেও নাম লেখাচ্ছেন। প্রায়শই দেখা যায় বিভিন্ন রকম চাষবাসে ব্যস্ত রয়েছেন তিন।
প্রসঙ্গত, এই প্রাক্তন অধিনায়ক এখন কৃষিকাজের পাশাপাশি গরু পালন ও দুগ্ধ পালনের ব্যবসাতেও মনোনিবেশ করেছেন। আর বলাই বাহুল্য, ক্রিকেট ও খামারের মতো এই ব্যবসাতেও তিনি বেশ সফলতা অর্জন করছেন। উল্লেখ্য এই মুহূর্তে ধোনির ফার্ম হাউসে বিভিন্ন জাতের প্রায় ১৫০ টি গরু রয়েছে। তা থেকে তিনি প্রতিদিন প্রায় ৫০০ লিটার দুধ বিক্রি করেন। এ থেকেই আন্দাজ করা যায় মাহি এই দুগ্ধ ব্যবসায় কতটা সফল হচ্ছেন।
সম্প্রতি মাহির এই ডেয়ারির ম্যানেজার শিবানন্দন ধোনির এই নতুন উদ্যোগ সম্পর্কে জানিয়েছেন, ‘মাহির ডেয়ারির সরবরাহ করা দুধের মান খুবই ভালো। এই কারণেই তাদের এই সংস্থা আজ রাঁচির তিনটি ডেয়ারিতে রোজ ৫০০ লিটারের বেশি দুধ সরবরাহকারী সংস্থা।
শিবানন্দন দুধের দাম প্রসঙ্গে জানান, ‘এই সময়ে আমাদের কাছে তিনটি ভিন্ন ধরণের দুধ রয়েছে, যার দামও আলাদা। হোজান ফ্রিজেন নামের এক প্রজাতির গরু আছে, যার দুধের দাম সাধারণ দুধের মতোই, প্রতি লিটার ৫৫ টাকা। অপরদিকে সাহিওয়াল জাতের গাভীর দুধের দাম লিটার যার দাম লিটার প্রতি ৯০ টাকা। উল্লেখ্য, এদেশে পাওয়া গির প্রজাতির গরুর দুধের পরিমাণ তুলনামূলক কম হলেও গুনমানের দিক দিয়ে সবচেয়ে উৎকৃষ্ট। ধোনির ফার্মে পাওয়া এই গির গরুর দুধের দাম ১৩০ টাকা প্রতি লিটার।
ধোনির এই নতুন ব্যবসার খবর বাইরে আসার পর তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে নেটদুনিয়া। ধোনির সত্যিই একজন বহুমুখী প্রতিভাধর ব্যক্তি, যিনি ক্রিকেট, কৃষি বা যে কোনও ব্যবসায় যে কোনও ক্ষেত্রেই সাফল্যর শীর্ষ ছুঁতে পারেন।