রিজার্ভ ব্যাঙ্ক থেকেই চুরি গেল মোটা টাকা! তদন্তে নেমে এভাবে চোর ধরল কলকাতা পুলিশ

এবার খোদ রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) থেকেই চুরি গেল মোটা অংকের টাকা! RBI এর কলকাতার (Kolkata) অফিসে এমনই ঘটনা ঘটেছে। আর সেখান থেকে চুরি গেল মোটা অংকের বান্ডিল! এই ঘটনায় প্রশ্নচিহ্ন উঠেছে RBI এর নিরাপত্তা নিয়ে। এদিকে সেই নিয়ে থানায় কেস দায়ের করে রিজার্ভ ব্যাংক।

পুরো ১ লক্ষ টাকার বান্ডিল চুরি হয়ে গিয়েছে। খবর জানামাত্র মাথায় হাত ব্যাংক কর্তাদের। কীকরে RBI থেকে এত বড় অংকের টাকা চুরি হয়ে গেল! ঘটনা সামনে আসতে বেশ শোরগোল পড়ে যায়। কারণ এরকম ঘটনা এর আগে কোথাও শোনা যায়নি।

পুলিশি সূত্রে জানা গিয়েছে, মোট ১ লক্ষ টাকার বান্ডিল চুরি গিয়েছে RBI এর থেকে। এরপর ব্যাংকের তরফে পুলিশি অভিযোগ জানানো হয়েছে। সেখানে মোট ১ লক্ষ টাকার খারাপ এবং নোংরা নোট চুরি গিয়েছে। এবার কিভাবে এই নোট চুরি হল তাই নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

আসলে ৫০ টাকার খারাপ নোট গুলো নষ্ট করার জন্যই পাঠানো হয়েছিল RBI এর কাছে। এরপর ৭ ফেব্রুয়ারি বিবাদী বাগের আরবিআই অফিস থেকে ওই টাকা উধাও হয়েছে। তবে আরবিআই কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছেন। সেখানে তাঁদের সন্দেহ হয় কর্মীদের উপর।

বৃহস্পতিবার পুলিশ তদন্তে নামে। সিসিটিভির ফুটেজ দেখে চোরকে পাকড়াও করা হয়। চুরি যাওয়া টাকার অর্ধেক উদ্ধার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত কর্মীর নাম শঙ্কর সরোজ। তার বাড়ি হুগলির চণ্ডীতলায়। RBI এর ঠিকা কর্মী হিসেবে কাজ করে সে।

rbi reserve bank

যদিও এর নিরাপত্তার পর কিভাবে চুরি গেল তাই নিয়ে ধন্ধে পুলিশ প্রশাসন। আসলে নষ্ট করতে গিয়ে শঙ্কর খোঁজ পায় ট্রাংকের ভিতরে টাকা আছে। এরপর সেটি খুলে ৫০ টাকার দু’টি বান্ডিল মিলিয়ে এক লক্ষ টাকা আছে দেখতে পায় ওই কর্মী। একমাত্র সিসিটিভি ক্যামেরার জন্য ধরা পড়ে চোর, নাহলে চোর ধরা সম্ভব হতো না!

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button