‘বেইমানি করছে টিম ইন্ডিয়া’, ওয়াসিম আক্রমের প্রসঙ্গ টেনে পাকিস্তানকে ধুয়ে দিলেন মহম্মদ শামি

২০২৩ বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের (India national cricket team) তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammed Shami)। তিনি চার ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন এবং টিম ইন্ডিয়ার সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন। তাঁর আগমনে টিম ইন্ডিয়ার বোলিং লাইনআপ, বিশেষ করে পেস ব্যাটারি ধারাবাহিকভাবে ভালো ফর্ম প্রদর্শন করে চলেছে।

   

ভারত প্রথমে নিউজিল্যান্ড, তারপর ইংল্যান্ড, শ্রীলংকা ও তারপর দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে প্রথম দল হিসেবে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। এই সমস্ত ম্যাচে শামি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এটা হজম করতে পারেননি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা। এ বিষয়ে তিনি খুবই বিতর্কিত বক্তব্য করেছেন।

পাকিস্তানের একটি চ্যানেলে এক অনুষ্ঠানে হাসান রাজা বলেছিলেন, ভারতের বোলিংয়ে বল বদলে দেওয়া হচ্ছে। প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের দাবি, বল বদলে দেওয়ার ফলে ভারতীয় বোলাররা বাড়তি সুইং পাচ্ছেন। এবার এ নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় বোলার মহম্মদ শামি। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে এই বিতর্কিত বিবৃতিটি তুলে ধরেছেন। সেই সঙ্গে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারকে এ ব্যাপারে এক হাত নিয়েছেন। ওয়াসিম অক্রমের নাম উল্লেখ করে তিনি বলেছেন, ‘ওয়াসিম আক্রম যা বলছেন তা আপনি (হাসান রাজা) বিশ্বাস করেন না। আপনি শুধু নিজের প্রশংসা করতে ব্যস্ত।’

shami ss

এই ইস্যুতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজাকে উপযুক্ত জবাব দিলেন ভারতীয় বোলার শামি। তিনি বলেন, ‘ শুধু বাজে কথাই নয় এই ধরণের মন্তব্য লজ্জার বিষয়, আপনি খেলায় মনোনিবেশ করো। মাঝে মাঝে অন্যের সাফল্য উপভোগ করুন। বন্ধু, এটা আইসিসি বিশ্বকাপ, আপনার স্থানীয় টুর্নামেন্ট নয়। আপনি একজন খেলোয়াড় ছিলেন, তাই না? ওয়াসিম ভাইকে আমি এখনো বুঝিয়ে বললাম। এমনকি আপনি আপনার খেলোয়াড় এবং আপনার বন্ধু ওয়াসিম আক্রমকেও বিশ্বাস করেন না। আপনি নিজের প্রশংসা করতে ব্যস্ত স্যার। ‘