পেনশন নিয়ে হয়ে গেল বড় ঘোষণা! এই সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর কেন্দ্রীয় কর্মচারীদের বড় সুখবর জানাল মোদী সরকার। পুরনো পেনশন (Pension) স্কিমের সুবিধা পেতে চলেছেন কেন্দ্রীয় কর্মীরা। যদিও সমস্ত কর্মচারী পুরাতন পেনশন প্রকল্পের সুবিধা পাবেন না। সরকারের তরফে প্রকাশ করা নতুন আপডেট অনুসারে কয়েকজন নির্বাচিত কর্মচারীকেই ওল্ড পেনশন স্কিমের (Old Pension Scheme) সুবিধা দেওয়া হচ্ছে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে কেন্দ্র সরকারের কর্মচারীদের মনে প্রশ্ন উঠছে তারা পুরনো পেনশনের আওতায় সুবিধা পাওয়ার যোগ্য কি না। আপনি যদি কেন্দ্রীয় সরকারের একজন কর্মচারী হন অথবা আপনিও যদি জানতে চান আপনার কোনো আত্মীয় পুরানো পেনশন স্কিমের সুবিধাভোগীদের মধ্যে আছেন কি না, তাহলে অবশ্যই এই প্রতিবেদন পড়তে হবে আপনাদের।

ওল্ড পেনশন স্কিম সংক্রান্ত নতুন যা আপডেট এসেছে তাতে জানানো হয়েছে যে, ২২ ডিসেম্বর ২০০৩ এর আগে পরিষেবায় যোগদানকারী কর্মচারীরা পুরানো পেনশন স্কিমের জন্য যোগ্য। কিন্তু এরপর যারা কাজে যোগ দিয়েছেন তারা NPS এর আওতায় পেনশন পাবেন। পুরোনো কর্মীদেরও অবশ্য বেছে নেওয়ার জন্য অপশন দেওয়া হবে।

আগামী ৩১শে আগস্ট ২০২৩ এর মধ্যে যোগ্য সরকারি কর্মচারীরা পুরোনো পেনশন স্কিম বেছে নিতে পারেন। এবার আপনি যদি Old Pension Scheme এর জন্য নাম নথিভুক্ত না করেন তাহলে নতুন পেনশন স্কিমের (NPS) অধীনেই পেনশন দেওয়া হবে। মাথায় রাখবেন একবার পুরনো পেনশন স্কিমে নাম নথিভুক্ত করলে কিন্তু আর নতুন নতুন পেনশন স্কিমে স্যুইচ করতে পারবেন না।

old pension scheme

দেশজুড়ে পুরনো পেনশন স্কিম নিয়ে চলা দাবির কারণে সরকার Old Pension Scheme নিয়ে পুনরায় ভাবনাচিন্তা করে। পুরোনো নিয়মে কর্মচারীর শেষ বেতনের উপর ভিত্তি করে পেনশন দেওয়া হয়। যদিও ২০০৪ সালের ১ এপ্রিল থেকে এই পুরনো পেনশন স্কিম বন্ধ করে দেয় সরকার। সেসময় পুরানো পেনশন স্কিমের পরিবর্তে জাতীয় পেনশন ব্যবস্থা শুরু করা হয়।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button