হেরে গেলেন মিঠুন চক্রবর্তী, প্রতিযোগিতায় পেরে উঠলেন না মহাগুরু! মন খারাপ ভক্তদের

বহু বছর ধরে বাংলার নং ১ নন ফিকশন শোয়ের খেতাব ধরে রেখেছে দিদি নাম্বার ওয়ান (Didi No. 1)। কিন্তু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) যবে থেকে ডান্স বাংলা ডান্সে (Dance Bangla Dance) এর দায়িত্ব সামলেছেন সেইদিন থেকে বদলেছে অনেক কিছুই। TRP তালিকায় এসেছে আমূল পরিবর্তন। কিন্তু তাতেও রচনা বন্দ্যোপাধ্যায়কে (Rachna Banerjee) কিছুতেই টেক্কা দিতে পারছেন না মহাগুরু।

সদ্য শুরু হওয়া ঘরে ঘরে জি বাংলা TRP তালিকায় একদমই আঁচড় কাটতে পারেনি। আবার সেটির সময় পরিবর্তন করায় সমস্যা বেড়েছে অনেকখানি। মাত্র TRP তালিকায় মাত্র ১.৩ পয়েন্ট পেয়েছে শোটি। স্টার জলসার সুপার সিঙ্গার সিজন ৪ এর অবস্থাও খুব একটা ভালো না, তাদের প্রাপ্য পয়েন্ট ৩.৮।

অন্যদিকে মিঠুন আসার পর থেকেই কামাল করছে ডান্স বাংলা ডান্স। যদিও এখন লড়াই মূলত জি বাংলারই ডান্স বাংলা ডান্স এবং দিদি নাম্বার ওয়ান এর মধ্যে। দুই শো সেয়ানে সেয়ানে টক্কর দিলেও একটুর জন্য এগিয়ে যাচ্ছেন রচনা। গত সপ্তাহের পর এই সপ্তাহেও একই বিষয় পরিলক্ষিত হয়েছে।

চলতি সপ্তাহের TRP তালিকা ঘাঁটলে দেখা যায় যে, ডান্স বাংলা ডান্সের প্রাপ্ত পয়েন্ট ৫.৭, সেখানে দিদি নাম্বার ওয়ান পেয়েছে ৬.৩। যদিও ফারাক খুবই কম, কিন্তু এখনো দিদি নাম্বার ওয়ান বাংলার সেরা ননফিকশন শো।

rachna banerjee didi

বিগত আট সিজন ধরে সাফল্যের সাথে সম্প্রচারিত হচ্ছে দিদি নাম্বার ওয়ান। রচনা ব্যানার্জি সঞ্চালিত এই শোয়ের সামনে বেশ ফিকেই লাগে অন্যান্য সমস্ত শো গুলিকে। প্রতিবারই TRP তালিকায় শীর্ষে থেকেছে শোটি। মিঠুন আসায় অনেকেই বদলের আশা করেছিলেন, কিন্তু বাস্তবে দেখা গেল বাংলার সেরা দিদি এগিয়ে রয়েছেন দাদার থেকে!

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button