বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন বাবা, দেন নি খেতেও! পুরনো স্মৃতি মনে করে চোখে জল মিঠুনের

আজ প্রায় এক দশক পরে ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) মহাগুরুর আসনে ফিরেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তার ফিরে আসায় বদলে গিয়েছে পুরো পরিবেশ। বাংলার কোনা কোনা থেকে উঠে এসেছে নানান বয়সের প্রতিযোগী। কিন্তু এক ক্ষুদে প্রতিযোগীর পারফরম্যান্সের কারণে আবেগঘন হয়ে পড়লেন মিঠুন।

আসলে হয়েছে কি, তারা বাবা মারা গিয়েছেন। আর তার স্মৃতি রক্ষার্থে একটি পারফরম্যান্স দেখায় সে। গতবছর বাবা মারা যাওয়ার কারণে আসতে পারেনি। এবার প্রজাপতি ছবির ‘তুমি আমার হিরো’ গানে নাচ করে ওই ক্ষুদে। শুভশ্রী, শ্রাবন্তী বিশেষ অতিথি দেবশ্রী রায়, সবার চোখে জল চলে আসে।

নিজের নাচের শেষে কান্নায় ভেঙে পড়ে ওই বাচ্চাটিও। এরপর তাকে সামলাতে ছুটে আসেন অঙ্কুশ।অঙ্কুশের চোখও তখন অশ্রুসিক্ত। এরপর প্রতিযোগীকে সামলান মহাগুরু মিঠুন চক্রবর্তী। তার কথায়, শিল্পীরা নিজে ইমোশনাল হয়না, অন্যদের ইমোশনাল করে।

5ea146065b43d 3

একইসাথে তিনি নিজের বাবার স্মৃতির কথা জানান। মিঠুন বলেন, এক সময় তাঁর বাবা তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, খেতেও দেননি। কলকাতার মধ্যবিত্ত পরিবার ছেড়ে মুম্বই গিয়েছিলেন নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে। এদিকে প্রথম দিকে ছেলের শখ মানতে চায়নি বাড়ির লোক।

মিঠুন চক্রবর্তীর নিজের স্মৃতি ভাগ করে নেওয়ার সময় কিছুটা আবেগঘন হয়ে পড়েন। নিজের পুরনো কথা মনে পড়ে চোখের কোনায় এক বিন্দু অশ্রু চিক চিক করে ওঠে। যদিও আজকে তিনি যে জায়গায় রয়েছেন তার জন্য ধন্যবাদ জানান নিজের বাবাকে। সেদিন যদি বাড়ি থেকে বের করে না দিতেন তাহলে হয়তো এই জায়গায় আসতেই পারতেন না মিঠুন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button