আজও মমতার নাচের ভক্ত মিঠুন, ভালোবাসার সপ্তাহে সবার সামনেই দিলেন গোলাপ উপহার

বাংলা টেলিভিশনে জনপ্রিয় শো ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)। সম্প্রতি সেটির নতুন সিজন শুরু হয়েছে। আর শো নিয়ে উচ্ছাস বেড়েছে জনতার মধ্যে। আর হবে নাই বা কেন, এবার খোদ মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) কামব্যাক করেছেন! একাধিক ট্রেলার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

   

মহাগুরু ছাড়াও সেখানে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা। মৌনি রায়ও থাকছেন সেখানে। এই শোটি সঞ্চালনার দায়িত্ব রয়েছে অঙ্কুশ হাজরার। রবিবার রাত্রি ৯.৩০ থেকে মঞ্চে আসবেন আরেক অভিনেত্রী। তার অবশ্য কোনো তুলনা হয়না। খোদ মহাগুরু তাকে অভ্যর্থনা জানাবেন।

প্রতিযোগিরা হাজির হয়েছেন অংশগ্রহণ করার জন্য। পুরষ্কার না পেলেও এত এত গুণীজনের সান্নিধ্য পাওয়াটাও কোনো সহজ ব্যাপার না। এছাড়া এবারেও বেশকিছু শিল্পী রয়েছেন যারা অনেক যত্ন করে তবেই এপিসোডের উপযোগী করবেন শিল্পীদের।

রবিবারের এপিসোডে ভারতীয় নৃত্যশৈলীকে তুলে ধরা হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে থাকছেন মমতা শংকর (Mamata Shankar)। তিনি এমন একজন অভিনেত্রী যার নাচের কথা সারা ইন্ডাস্ট্রিতে চলে। আর ডান্স বাংলা ডান্সের মঞ্চে তাকে দেখতে পাওয়া সত্যিই এক বিরাট চমক দর্শকদের কাছে। এই নিয়ে ট্রেলার প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। সেখানে দেখা যাচ্ছে, অন্যান্য বিচারকদের সঙ্গে মঞ্চে পা মেলাচ্ছেন মমতা ।

দেখা যাচ্ছে চেয়ার ছেড়ে মহাগুরু মিঠুন সোজা চলে এলেন মঞ্চে আর হাতের গোলাপ বাড়িয়ে দিলেন মমতার উদ্দেশ্যে। এরপরই সবাই সমবেত হাততালি দিয়ে ওঠেন। উল্লেখ্য ‘প্রজাপতি’ ছবিতে তাদের দুজনকে অনেকদিন পর একসাথে দেখা গেল। তারপর আবার ডান্স বাংলা ডান্সের মঞ্চে আসছেন তারা।