সুখ নেই সংসারে! ফের বিয়ে করতে চলেছেন মিঠুনের পুত্রবধূ মাদলসা

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) যেমন নিজে একজন বিখ্যাত তারকা, তেমনই তার পরিবারও বেশ তারকাখচিত। বিয়ে করেন বিখ্যাত নায়িকা যোগিতা বালিকে (Yogeeta Bali)। এরপর ছেলের বিয়ে দেন বিখ্যাত অভিনেত্রী মাদলসা শর্মার (Madalsa Sharma) সাথে। তিনিও বেশ জনপ্রিয় ধারাবাহিক জগতে।

মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তীর স্ত্রী মাদলসা। অনুপমা ধাবাহিকের সৌজন্যে লাইম লাইটে ওঠে এসেছেন তিনি। খুবই অল্পসময়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। আর সেইসাথে মিঠুনের পুত্রবধূ হিসেবে নয়, তিনি জনপ্রিয়তা লাভ করেছেন নিজের জন্য।

যদিও এসমস্ত খবর আপনারা জানতেন, কিন্তু এবার যে বিষয় নিয়ে চর্চা হচ্ছে সেটি বেশ উদ্বেগজনক। বৈবাহিক জীবনে অশান্তির কারণে ইদানিং সংবাদ শিরোনামে থাকছেন তিনি। হ্যাঁ, শোনা যাচ্ছে ব্যক্তিগত জীবনে নাকি মোটেই ভাল নেই মাদলসা। সেজন্য নাকি বিচ্ছেদ দিয়ে আরো একবার বিয়ে করতে চাইছেন তিনি।

madalsa sharma
তাহলে কি মিঠুনের ছেলেকে তিনি ডিভোর্স দিয়েই দেবেন? আসলে বাস্তব জীবনে নয়, সমস্যা হয়েছে তার রিল লাইফে। অনুপমা ধারাবাহিকে খলনায়িকা কাব্যার চরিত্রে অভিনয় করছেন মাদলসা। আর এই চরিত্রের দৌলতেই জনপ্রিয়তার চূড়ায় উঠেছেন তিনি। সাথে TRP তালিকায় ১ নম্বর স্থানে পৌঁছে দিয়েছেন ধারাবাহিকটিকে।

সেখানে কাব্যার দূরত্ব বাড়ছে তার স্বামীর সাথে। অন্যদিকে অনিরুদ্ধর সাথে তার সখ্যতা বেড়েই চলেছে। আসলে অনুপমার প্রাক্তন স্বামী বনরাজের সঙ্গে বিয়ের আগে অনিরুদ্ধের স্ত্রী ছিল কাব্যা। কিন্তু বনরাজের জন্য নিজের স্বামীকে ছেড়ে দেয় সে। তবে এখন জীবন থেকে সুখ হারিয়েছে তার। বনরাজের সঙ্গে দাম্পত্য সম্পর্ক আর ভাল লাগছে না কাব্যার। এই সময়েই আবারো বিয়ের প্রস্তাব আসে তার কাছে।

যদিও বিয়ের প্রস্তাব এসেছে তারপরও নতুন করে বিয়ে করার ইচ্ছে নেই তার। আপাতত তিনি এমনিই উপভোগ করতে চাইছেন। তাহলে কি অনিরুদ্ধর সাথে কাব্যর প্রেম গড়ে ওঠবে? জানতে হলে চোখ রাখতে হবে ধারাবাহিকের পর্দায়।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button