বিশ্বকাপের মাঝেই বড় ঝটকা! দল থেকে পুরোপুরি বাদ স্টার প্লেয়ার, বিবৃতি জারি করল বোর্ড

বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া দল (Australian Men’s Cricket Team)। সেমি ফাইনালের টিকিট নিশ্চিত করার অংক যখন ক্রমে শেষ ধাপে পৌঁছচ্ছে ঠিক তখন দলের ফর্মে থাকা অলরাউন্ডার মিচেল মার্শ (Mitchell Marsh) ব্যক্তিগত কারণে বিশ্বকাপের মাঝপথেই বিদায় নিয়ে দেশে ফিরেছেন। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে মার্শ আদৌ খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

   

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ‘দলে তাঁর ফেরার সময়সীমা সম্পর্কে নিশ্চিত করবে। দলটি ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে, তাই মার্শের দল থেকে বিদায় টিম অস্ট্রেলিয়ার জন্য একটি বড় ধাক্কা।’

মার্শ এই বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন এবং দলের হয়ে প্রতিটি ম্যাচে ভালো রান করছিলেন। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তিনি। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মার্শ। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ২২৫ রান করেছেন অস্ট্রেলিয়ার এই মারকুটে ব্যাটসম্যান। এ ছাড়া বোলিংয়ের সময় ২ টি উইকেটও নিয়েছিলেন তিনি। এখন দেখার বিষয় মার্শের পরিবর্তে কোন খেলোয়াড়কে অধিনায়ক প্যাট কামিন্স প্রথম একাদশে সুযোগ দেন।

mitchell marsh

চলতি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে হারের পর টানা চার ম্যাচ জিতে আবারও দারুণ প্রত্যাবর্তন করে অস্ট্রেলিয়া। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে মিচেল মার্শ অস্ট্রেলিয়ার জন্য সেমিফাইনালে যাওয়ার দৌড় আরও কঠিন করে দিলেন বলে ক্রিকেট প্রেমীদের একাংশের অনুমান। পরের পর্বে যেতে হলে এখন থেকে অস্ট্রেলিয়াকে তাদের সব ম্যাচ জিততে হবে। মার্শকে ছাড়া ব্যাগী গ্রিন ব্রিগেড কেমন খেলে এখন সেটাই দেখার।