৫ কোটি টাকার লটারি জিতে নিখোঁজ মেদিনীপুরের ব্যক্তি, অবশেষে হল রহস্যের সমাধান

আমরা প্রায়শই আপনাদের দেশ, বিদেশে লটারিতে কোটি কোটি টাকা পুরস্কার জেতার খবর জানিয়ে থাকি। এবারও এমনই একটা খবর নিয়ে এসেছি আপনাদের জন্য। এবার পশ্চিমবঙ্গের এক যুবক লটারিতে ৫ কোটি টাকা পেয়ে বেপাত্তা হয়ে যান। যদিও, পরে সেই রহস্যের সমাধান হয়।
উল্লেখ্য, দিন কয়েক আগে মেদিনীপুরের দাসপুরে খবর রটেছিল যে, একজন ৫ কোটি টাকার লটারি জিতেছেন। কিন্তু পুরস্কার জেতা সেই ব্যক্তি আসলে কে? তার হদিশ মিলছিল না। বহু খোঁজাখুঁজির পরেও ৫ কোটি টাকার মালিকের কোনও খবর পাওয়া যায়নি। তবে অবশেষে সেই রহস্যের সমাধান হয়েছে।
জানা গিয়েছে যে, দাসপুরের সোনার কারিগর সুদীপ মাইতি সেই লটারি জেতেন। তিনি দুই হাজার টাকার লটারি কেটেছিলেন দাসপুরের মাতৃ লটারি এজেন্সি থেকে। ডিয়ার লটারির টিকিট কেটেছিলেন তিনি। আর সেখানেই ৫ কোটি টাকা পুরস্কার জেতেন সুদীপ।
কিন্তু লটারিতে পুরস্কার বাধার পরই বেপাত্তা হয়ে যান সুদীপ মাইতি। এলাকার মানুষ থেকে শুরু করে লটারি এজেন্সিও তার খোঁজ শুরু করে। অবশেষে সেই ব্যক্তির খোঁজ মেলে। জানা গিয়েছে যে, সুদীপ প্রাণ ভয়েই গা ঢাকা দিয়েছিলেন। তাঁকে বাড়ির বাইরেই রাত কাটাতে হত। আসলে, এত টাকার লটারি জেতার পর থেকেই সুদীপ আতঙ্কে ভুগছিলেন।