ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) অকাল প্রয়াণে স্তম্ভিত বাংলার টলি ইন্ডাস্ট্রি। ২০ নভেম্বর তরুণী অভিনেত্রী শেষ নিশ্বাস ত্যাগ করলে চোখের জল বাঁধ মানেনি কারোরই। সোশ্যাল মিডিয়াতে সবাই শোক জ্ঞাপন করেন। কিন্তু এদের মধ্যে ব্যতিক্রম মীর (Mir Afsar Ali)। তিনি যা করেছেন তার জন্য ভালই প্রশংশা কুড়িয়েছেন।
ফুটফুটে ফুলের মত এক তরুণী অভিনেত্রীর এই অকাল প্রয়াণে সবার মত মন খারাপ মীরেরও। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেননি তিনি। তার পরিবর্তে নিয়েছেন এক অমোঘ সিদ্ধান্ত। ঐন্দ্রিলাকে শ্রদ্ধা জানিয়ে ‘গপ্পো মীরের ঠেক’ বন্ধ করে দিয়েছেন তিনি।
রেডিও মির্চি ছেড়েছেন বেশ কয়েকমাস আগেই। সানডে সাসপেন্সে তার গলা আর শোনা যায়না। কিন্তু তাই বলে দূরে চলে যাননি তিনি। শুরু করেছেন নিজের গল্পের শো ‘গপ্পো মীরের ঠেক’। ঐন্দ্রিলার স্মৃতির কথা মাথায় রেখে তিনি গপ্পো মীরের ঠেক বন্ধ রেখেছেন।
প্রতি রবিবার সন্ধ্যায় এখানে একটি গল্প পাঠ করতেন তিনি। কিন্তু এই সপ্তাহের আসর বন্ধ করে দেন তিনি। রবিবার এক বার্তা দিয়ে জানান সেই কথা। নেটিজেনরাও সেই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন।
মীর লিখেছেন, ‘ঐন্দ্রিলা নেই। তাই আজ গপ্পো মীরের ঠেক বন্ধ। ওর পরিবার, বন্ধু, স্বজন সামলে উঠুক শোক।’ এই কথার পরিপ্রেক্ষিতে সবাই লিখতে শুরু করেছেন, গল্প পড়া, শোনার জন্য আরো অনেক দিন পড়ে রয়েছে, মন্তব্য করেছেন নেটনাগরিকরা।
প্রসঙ্গত গতকাল দুপুর ১২:৫৯ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা। এরপর রাত্রি ৮ টা নাগাদ তার শেষকৃত্য সম্পন্ন হয়। শেষ বিদায়ে বোনকে সাজিয়ে দেন তার দিদি। আর সব্যসাচী তার পদচুম্বন করে শেষ বিদায় জানান।