দিঘা (Digha)…সমুদ্রপ্রেমীদের কাছে একটি আলাদাই ভালো লাগার জায়গা। রাজ্যের বাসিন্দারা তো রয়েইছেন, এর পাশাপাশি বিভিন্ন দেশ বিদেশের পর্যটকরাও এই দিঘায় এসে ভিড় জমান সারাবছর। এই দিঘা হল ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল (Tourist Spot)।
যত সময় এগোচ্ছে ততই দিঘাকে ঢেলে সাজানোর কাজ করছে প্রশাসন। দিঘা বলতেই মানুষ বোঝেন অফুরন্ত সমুদ্র। ভ্রমণপিপাসুরা হাতে কয়েকটা দিন সময় পেলেই এই দিঘায় পাড়ি জমান। কারণ এখানে যাওয়া খুবই বাজেট ফ্রেন্ডলি। অবশ্য এটা ব্যক্তি বিশেষের ওপর নির্ভর করে কে কত টাকা ঘুরতে গিয়ে খরচ করবেন।
এদিকে পর্যটকদের আকর্ষণ করতে একের পর এক পদক্ষেপ নিয়েই চলেছে সরকার। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিঘায় পুরীর আদলে এক বিশাল বড় মন্দির নির্মাণ করার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে জোরকদমে চলছে সেই কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মধ্যেই এই মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
এছাড়া পর্যটকদের কথা মাথায় রেখে সম্প্রতি দিঘায় বিশাল প্রমোদতরীর ব্যবস্থা অবধি করেছে প্রশাসন। তবে কিন্তু এখানেই শেষ নয়, এবার দিঘায় ঘুরতে আসা পর্যটকদের জন্য বড় চমক দিতে চলেছে প্রশাসন বলে খবর। এখন নিশ্চিয়ই ভাবছেন কি সে চমক? তাহলে বিস্তারিত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে।
আসলে দিঘায় এবার খুব দ্রুত মিনি জু বা চিড়িয়াখানা খুলতে চলেছে প্রশাসন। প্রশাসন জানা গিয়েছে, সৈকত লাগোয়া প্রায় ২৪ একর জায়গা রয়েছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের। আর সেই জায়গাতেই এই মিনি জু গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।
শুধু তাই নয়, সেন্ট্রাল জু অথরিটির পাশাপাশি অন্যান্য সমস্ত বিভাগের কাছে অনুমতিও চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দিঘার এই মিনি জুতে কুমির, ঘড়িয়াল এবং অন্যান্য প্রাণী রাখার পরিকল্পনা করা হচ্ছে। ইতিমধ্যে দিঘায় সকলের মনোরঞ্জনের জন্য রয়েছে পার্ক, টয়ট্রেন, সায়েন্স সিটির মতো জায়গা।