দেবের বড়সড় কেচ্ছা ফাঁস করলেন মিমি চক্রবর্তী! অভিনেত্রীর বয়ানে তুঙ্গে শোরগোল

বর্তমানে সাফল্যের শিখরে রয়েছেন টলিউডের স্বনামধন্য অভিনেতা দেব (Dev)। কিছুদিন আগে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে তাঁর সিনেমা প্রজাপতি বাংলা সিনে জগতে ইতিহাস সৃষ্টি করেছে। নন্দনে ঠাঁই না পেলেও কয়েক কোটির আয়ের সঙ্গে নতুন রেকর্ড সৃষ্টি করেছে প্রজাপতি। আর এরই মধ্যে দেবকে নিয়ে এমন এক মন্তব্য করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), যার কারণে অস্বস্তিতে অভিনেতা।
আসলে টলিউড বা বলিউড সবখানেই অভিনেতা, অভিনেত্রীদের মধ্যে নিবিড় বন্ধুত্বের সম্পর্ক থাকে। তাঁরা একে অপরের অনেক গোপন তথ্যই ফাঁস করে দেয়। এবার এক টেলিভিশন শোয়ে দেবের গোপন তথ্য ফাঁস করলেন মিমি। শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘অপুর সংসার” নন ফিকশন টেলিভিশন শোয়ে গিয়েছিলেন মিমি। সেখানে তিনি অনেক বিষয় নিয়ে মন্তব্য করেন। তাঁর মধ্যে দেব সম্পর্কেও বড়সড় তথ্য ফাঁস করেন তিনি।
অপুর সংসার শোয়ের পুরনো একটি ভিডিও বর্তমানে খুব ভাইরা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে মিমি জানান যে, নুসরত, শ্রাবন্তী, তনুশ্রী, সায়ন্তিকা সবার সঙ্গেই দারুণ সম্পর্ক রয়েছে তাঁর। শোয়ে মিমিকে অনেক ইস্যুতেই প্রশ্ন করেন শাশ্বত, আর অভিনেত্রী তাঁর দারুণ জবাবও দেন।
শোয়ে ঘুম প্রসঙ্গ উঠতেই একের পর এক রহস্য ফাঁস করেন মিমি। অভিনেত্রী বলেন, শটের মাঝেই যেকোনও সময় ঘুমিয়ে পড়তে পারেন নুসরত। আবার ঘুম থেকে উঠে ভুলে যান কোন সিন করতে হবে। এমনকি, তিনি এও ভুলে যান যে, তিনি হিরোইন।
এরপরই দেবের এক গোপন তথ্য ফাঁস করেন মিমি। অভিনেত্রী বলেন, দেবের সঙ্গে ঘোড়ার অনেক মিল রয়েছে। ও যেখানে ইচ্ছে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়তে পারে। একটু হেলান দিলেই চোখ বুজে ফেলে। সুখী ছেলে।