হুহু করে ধুকছে জলীয় বাষ্প, ঝেঁপে বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের ৫ জেলায়! লেটেস্ট আপডেট আবহাওয়ার

ঘন ঘন চোখ পাল্টি করছে রাজ্যের (West Bengal) আবহাওয়া (Weather)। কখনো ঠান্ডা তো কখনো লাগামহীন গরম পরছে বাংলার জেলায় জেলায়। এদিকে তাপমাত্রা ওঠানামা জেরে মানুষের শরীর খারাপ হচ্ছে। এখন ঘরে ঘরে সকলেরই জ্বর, সর্দি, কাশি। কলকাতা শহর থেকে শুরু করে জেলার পর জেলায় মাঝ রাতের দিকে বা একদম ভোরের দিকে শীতের আমেজ বজায় থাকে। কিন্তু বেলা বাড়তেই এই শীতের আমেজ যেন উবে যায়।

   

যে কারণে বেলা দেখে রাস্তায় বেরোতে গেলেই মানুষের এক প্রকার ঘাম বেরিয়ে যায়। সেই সঙ্গে বজায় রয়েছে অস্বস্তিকর আবহাওয়া। কবে এরকম অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি মিলবে সেই নিয়ে এখনো অবধি কোনওরকম সুখবর শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু এসবের মাঝেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস।

মূলত আজ দুপুরের দিকেই বা বিকেলের পর থেকেই আবহাওয়ার ব্যাপক রদবদলের সাক্ষী থাকতে চলেছেন রাজ্যের মানুষজন। আজ ও আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় সামান্য বৃষ্টি হলেও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনাতে সামান্য বর্ষণের সম্ভাবনা রয়েছে। যদিও আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে উত্তরের হাওয়া প্রভাব ফিরবে বলে জানা গিয়েছে। আগামী মঙ্গলবার থেকে নতুন করে তাপমাত্রা কমবে বলে জানা গিয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে হু হু করে নামতে শুরু করেছে পারদ। যদিও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের কিছু জেলায়।

weather wb oct

আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জরির বাষ্পে রাজ্যে হুহু করে প্রবেশ করছে আর এর কারণে দক্ষিণবঙ্গের মোট পাঁচ জেলায় আজ এবং আগামীকাল হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং ও কালিম্পং এলাকায় হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।