১৯ বছরেই অভিষেক, কাঁপিয়েছেন ব্যাটেও! চিনে নিন রোহিত-বিরাটদের ঘোল খাওয়ানো দুনিথ ওয়েলালাগেকে

আজ এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে আয়োজক শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া (India national cricket team)। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এদিন ভারতীয় দলে একটি গুরুত্বপূর্ণ বদল দেখা গিয়েছে। মিডিয়াম ফাস্ট বোলার তথা অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে বসিয়ে স্পিনার তথা অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে দলে সুযোগ দেওয়া হয়। রোহিত শর্মার এই সিদ্ধান্ত থেকে এটুকু বোঝা গিয়েছিল যে, ঘূর্ণি পিচে খেলা হবে। আর সেই আশঙ্কাই সত্যি হল।

প্রথম থেকে ভালোই ব্যাট করছিলেন রোহিত শর্মা, শুভমন গিল। শ্রীলঙ্কান ফাস্ট বোলারদের একের পর এক বল বাউন্ডারিতে পাঠিয়ে নিজের তথা দলের রান বাড়াচ্ছিলেন তাঁরা। কিন্তু ছন্দপতন হয় ১১ ওভারে। ততক্ষণে রোহিত শর্মা আর শুভমন গিল মিলে ৮০ রানও করে ফেলেছিলেন। ধরা হচ্ছিল যে, তাদের দুজনার পার্টনারশিপ ১০০ পার করবে। কিন্তু শ্রীলঙ্কার বাঁ-হাতি অফস্পিনার দুনিথ ওয়েলালাগের (Dunith Wellalage) পরিকল্পনা অন্য কিছুই ছিল।

দুনিথ নিজের স্পেলের প্রথম ওভারেই শুভমনকে বোল্ড করে প্যাভিলিয়নে পাঠান। গত ম্যাচে অর্ধশতরান করা শুভমান মাত্র ১৯ রান করে ফিরে যান। এরপর ১৪ তম ওভারে দুনিথের দ্বিতীয় শিকার হন বিরাট কোহলি। গতকাল সেঞ্চুরি করা কোহলি মাত্র ৩ রান করেই প্যাভিলিয়নে ফেরত যান। এরপর একটার পর একটা উইকেট নিতেই থাকেন তিনি। নিজের ১০ ওভারে মাত্র ৪০ রান দিয়ে ৫ উইকেট হাসিল করে নেন দুনিথ। ভারতীয় দল ৪৯.১ ওভারে ২১৩ রান করে ইনিংসের সমাপ্তি ঘটায়।

dunith 2

বাঁ-হাতি বোলার দুনিথ ওয়েলালাগে কলম্বোর সেন্ট জোসেফ কলেজে শিক্ষা শেষ করেন। তিনি ৯ জানুয়ারী ২০০৩-এ কলম্বোতে জন্মগ্রহণ করেছিলেন। ২০২২ সালে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুনিথের আন্তর্জাতিক অভিষেক হয়। দুনিথ তার কেরিয়ারে শ্রীলঙ্কার হয়ে একমাত্র টেস্ট খেলেছেন যা পাকিস্তানের বিপক্ষে। দুনিথ গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের অধিনায়ক ছিলেন। স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে অভিযান শুরু করেন তিনি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অন্যতম সেরা পারফরমার ছিলেন দুনিথ। সেই টুর্নামেন্টে তিনি শ্রীলঙ্কার হয়ে ১৭ উইকেট নিয়েছিলেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে হাফ সেঞ্চুরিও করেছিলেন দুনিথ। তবে তার নাম তখনই হাইলাইটে আসে, যখন তিনি ১১৩ রানের স্মরণীয় ইনিংস খেলেছিলেন। দুনিথ এখনও পর্যন্ত একটি টেস্ট খেলেছেন, যেখানে তিনি কোনো উইকেট পাননি, তবে ১৩টি ওয়ানডেতে তিনি ১৯টি উইকেট নিয়েছেন।