বয়স তাঁর ২১। আর এই ‘বৃদ্ধ’ বয়সেও দাপিয়ে বেড়াচ্ছে সে। তাঁর প্রিয় কাজ হল টিভি দেখা। খাওয়ার সময়ে চোখে সামনে টিভি চাইই চাই। নইলে সে মুখে কোনও খাবারই তুলবে না। তাঁর প্রিয় খাবার হল দই। না না, এটা কোনও মানুষ নয়, আজ এই প্রতিবেদনে কথা হচ্ছে এক মুরগিকে (Chicken) নিয়ে। যার নাম হল পিনাট। সে নিজের সমবয়সী মুরগিদের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে। তাঁর কপালে জুটেছে এক বিশেষ তকমা। সে হল বিশ্বের সবথেকে বয়স্ক মুরগি। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। তাঁর ব্যাপারে আরও কিছু মজাদার ব্যাপার শুনলে আকাশ থেকে পড়বেন আপনিও।
এমনিতে মুরগীর গড় বয়স হয় ৫-১০ বছর। কিন্তু, একটি আমেরিকান মুরগি এমন রয়েছে যার এক কথায় বয়সের কোনও গাছ পাথর নেই। সে হল পিনাট। এই মুরগীটি মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে এসেছে। সে বিশ্বের প্রাচীনতম জীবিত মুরগির খেতাব পেয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Records) তার নামও লেখা আছে।
জানা যায়, পিনাট ২০০২ সালে জন্মগ্রহণ করে। ২০২৩ সালের মার্চ মাস অবধি তাঁর বয়স ছিল ২০ বছর ৩০৪ দিন। বর্তমানে এই সেপ্টেম্বর মাসে তাঁর বয়স হল ২১ বছর। পিনাট এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বৃদ্ধ জীবিত মুরগি। এই পিনাটের দেখভাল করেন মার্সি পার্কার ডারউইন।
এটি ব্যান্টাম জাতের মুরগি। এটি জন্ম থেকেই মার্সি ডারউইন কাছে রয়েছে। মার্সি একজন অবসরপ্রাপ্ত লাইব্রেরিয়ান। মুরগিটির গায়ের রং হল বাদামী। এই পিনাটের দীর্ঘায়ু হওয়ার রহস্য হল প্রচুর ঘুমানো এবং প্রচণ্ড খাওয়া।