গরিব চাষির ছেলে থেকে ১১,৪০০ কোটির মালিক! ভারতের সবথেকে ধনী ডাক্তার, টেক্কা দেবেন মুকেশ আম্বানিকেও

ভারতের (India) সবথেকে ধনী ব্যক্তি কে? আপনার উত্তর নিশ্চয়ই হবে যে মুকেশ আম্বানি (Mukesh Ambani)। কিন্তু আপনাকে যদি বলা হয়, মুকেশ আম্বানির মতোই আরও একজন ধনী ব্যক্তি ভারতে বসবাস করেন? আর তিনি পেশায় কিনা একজন চিকিৎসক (Doctor), তাহলে কেমন হয়?

এতদিন শিল্পপতী মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ দেখে সকলের চোখ কপালে উঠে যেত, কিন্তু আজ আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে এমন একজন ব্যক্তি ও তাঁর মূলধন সম্পর্কে জানতে পারবেন যা আপনি কখনও শোনেনি।

আজ আপনারা রামেশ্বর রাও (Jupally Rameswar Rao) সম্পর্কে জানতে পারবেন, যিনি ১১৪০০ কোটি টাকার সম্পত্তির মালিক, তিনি ভারতের সবচেয়ে ধনী হোমিওপ্যাথি ডাক্তার। তিনি পেশায় একজন হোমিওপ্যাথিক ডাক্তার এবং বর্তমানে হায়দ্রাবাদ শহরে বসবাস করেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এত টাকা কীভাবে আয় করতে পারেন একজন চিকিৎসক নিশ্চয়ই ভাবছেন?

রামেশ্বর রাও-এর জন্ম  হায়দ্রাবাদেই। তিনি একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আর পাঁচটা বাবা মায়ের মতো তাঁর বাবা ও মায়েরও একটাই ইচ্ছা ছিল যে তাঁদের ছেলে পড়াশোনা করুক এবং ভাল চাকরি করে সুখে জীবন যাপন করুক। রামেশ্ব রাও বাবা-মায়ের ইচ্ছার দাম রাখেন। হায়দ্রাবাদ থেকে তার সমস্ত পড়াশোনা শেষ করেছিলেন, তিনি হায়দ্রাবাদ থেকে দশম এবং দ্বাদশ শ্রেণি অবধি পড়েন। এরপর মেডিসিনের ক্ষেত্রে নিজের আগ্রহ দেখান। তার আগ্রহ দেখে তার বাবা-মা তাকে হোমিওপ্যাথিতে ভর্তি করেন।

এদিকে ক্লিনিকে কাজ করার পাশাপাশি তিনি রিয়েল এস্টেট ব্যবসায় প্রবেশের কথা ভাবেন। আর এই ভাবনাই তাঁর গোটা জীবন পাল্টে দেয়। এই ব্যবসায় (Business) পা রাখার পর খুব অল্প সময়ের মধ্যে প্রচুর অর্থ উপার্জন করে ফেলেন রামেশ্বর রাও। এরপর তিনি জীবনে বড় কিছু করার জন্য ‘মহা সিমেন্ট’ নামে একটি কোম্পানি খোলেন।

rameshwar rao

আজকের সময়ে, তাঁর সংস্থা দক্ষিণ ভারতের বৃহত্তম সিমেন্ট সংস্থাগুলির মধ্যে একটি। আর প্রতি বছর তার কোম্পানি কয়েক হাজার কোটি টাকার ব্যবসা করে। আর আজকের সময়ে এই সংস্থার মোট ১১,০০০ কোটি টাকার মালিক রামেশ্বর রাও।