পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার একাদশে বড় চমক! বাদ পড়বেন এই বিধ্বংসী প্লেয়ার

আগামীকাল ১০ সেপ্টেম্বর এশিয়া কাপের (Asia Cup) ফের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল (India national cricket team) ও পাকিস্তান দল (Pakistan national cricket team)। এই ম্যাচেও গ্রুপের ম্যাচের মতোই বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। তবে, চিন্তা নেই … কারণ ১০ তারিখের ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হলেও ১১ তারিখ রিজার্ভ ডে রাখা হয়েছে। এর মানে এই যে, এবারের ভারত-পাকিস্তান (India Pakistan) ম্যাচ সম্পূর্ণ হবেই।

জানা গিয়েছে যে, সুপার-৪ এ ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা একজন প্লেয়ারকে বসিয়ে দিতে পারেন। আপনারা হয়ত ভাবছেন যে, কেএল রাহুল দলে আশায় ঈশান কিষাণকে বাদ দেওয়া হতে পারে। কিন্তু তা না … গ্রুপে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত প্রদর্শন করেছিলেন ঈশান কিষাণ। আর তাঁর জেরেই এবারের ম্যাচে তাদে দল থেকে বাদ দেওয়ার কথা ভাববেই না রোহিত, দ্রাবিড়রা।

তবে কে বাদ হতে চলেছেন? বলে দিই যে, আগের ম্যাচগুলির মতো এই ম্যাচেও রোহিত আর শুভমন ওপেন করতে নামবেন। এবং তিনে থাকবেন বিরাট কোহলি। চার নম্বরে শ্রেয়াস আইইয়ারের জায়গা পাকা বলেই মনে করা হচ্ছে। এরপর ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া তো থাকবেনইনি। কিন্তু এই ম্যাচে টিম ইন্ডিয়ার বিধ্বংসী প্লেয়ার সূর্যকুমার যাদবের নাম কাটা যেতে পারে।

suryakumar yadav sky

বর্তমানে খুব একটা ভালো ফর্মে নেই সূর্যকুমার। বিগত কয়েকটি ইনিংসে চরম খারাপ প্রদর্শন করেছেন। এমনকি তাঁর উপর এখন T20 প্লেয়ারেরও তকমা লেগেছে। এই কারণে তাঁকে পাকিস্তানের বিরুদ্ধে দল থেকে বাদ দেওয়া হতে পারে। পাশাপাশি বোলারদের কথা বলতে গেলে, মহম্মদ সিরাজকেও এই ম্যাচে বসানো হতে পারে। তাঁর জায়গায় দলে আসবেন জাসপ্রীত বুমরাহ।