এশিয়া কাপের (Asia Cup) শেষ ম্যাচ অর্থাৎ ফাইনাল আগামীকাল ১৭ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে। ফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা (Sri lanka) এবং ভারত (India national cricket team)। এই ম্যাচ নিয়ে দুই দলেরই প্রস্তুতি তুঙ্গে। তবে, ভাবাচ্ছে কলম্বোর ভয়াবহ ওয়েদার। আগামীকালও নাকি বৃষ্টি হতে পারে বলে অনুমান। আর আগামীকাল বৃষ্টি হলে যে কোটি কোটি ক্রিকেট ভক্তদের মন ভেঙে যাবে তা বলার অপেক্ষা রাখে না।
বলে দিই, এবারের এশিয়া কাপে একবার একে অপরের মুখোমুখি হয়েছে ভারত শ্রীলঙ্কা। সুপার ফোরের দুই দল একে অপরের বিরুদ্ধে মাঠে নামে। আর সেই ম্যাচ যে চরম উত্তেজনাপূর্বক ছিল, তা সকলেরই জানা। কিন্তু শেষ হাসি হাসে টিম ইন্ডিয়াই। তবে, জয় সহজেই এসেছিল না। এদিকে, সুপার ফোরের হারের প্রতিশোধ নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে শ্রীলঙ্কা দলও। পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচ রুদ্ধশ্বাস জয় পেয়ে আত্মবিশ্বাস তুঙ্গে শ্রীলঙ্কার প্লেয়ারদের। ওই ম্যাচে জয় পেয়েই ফাইনালের টিকিট অর্জন করে শ্রীলঙ্কা।
ফাইনালের জন্য যখন দুই দলের প্রস্তুতি তুঙ্গে, তখন বিরাট খারাপ খবর এল ভারতীয় শিবিরের জন্য। চোটের কারণে দল থেকে বাদ পড়তে পারেন টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel)। বলে দিই, গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং করার সময় অক্ষর প্যাটেল দু’বার চোট পান। প্রথমবার স্ট্যাম্প বাঁচাতে গিয়ে, দ্বিতীয়বার বাংলাদেশি প্লেয়ারের ছোঁড়া বলে আঘাত পেয়ে। আর এবার এই কারণে বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই (Board of Control for Cricket in India)।
জানা গিয়েছে যে, অক্ষর প্যাটেলের পরবর্তী হিসেবে ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) দলে জায়গা দিতে পারে বিসিসিআই। যদিও, এর আগে একজন রিজার্ভ প্লেয়ার রাখা হয়েছিল। কিন্তু প্রয়োজন না পড়ায় তাঁকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু, এখন শোনা যাচ্ছে যে, আবারও রিজার্ভ প্লেয়ারের পথেই যেতে পারে BCCI। আর অক্ষর প্যাটেলের বদলি হিসেবেই সুন্দরকে দলে রাখা হতে পারে। তবে, তিনি প্রথম একাদশে চ্যান্স পাবেন কী না, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই।