kkr surya kumar yadav

Indiahood Desk

শ্রেয়স আইয়ারের ছুটি, এবার KKR-র অধিনায়ক হতে পারেন সূর্যকুমার! দাবি রিপোর্টে

ডিসেম্বর মাসে হতে চলেছে IPL-র মেগা নিলাম। তার আগে সবরকম প্রস্তুতি সেরে নিচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো। কাকে দলে রাখা হবে, কাকে দল থেকে ছাড়া হবে। সেসব লিস্ট প্রায় তৈরি। এবারের নিলামে বেশীরভাগ প্লেয়ারকেই দলবদলের সাক্ষী হতে হবে। আবার কিছু নতুন বিদেশি প্লেয়ারকেও এবারের আইপিএলের মেগা নিলামে রাখা হবে। তবে আইপিএল নিলামের আগে KKR শিবিরকে নিয়ে উঠে আসছে বড় খবর।

শোনা যাচ্ছে, এবারের আইপিএলে নতুন অধিনায়ক পেতে পারে কলকাতা নাইট রাইডার্স। গত মরসুমে শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে খেলেছে নাইট শিবির। জয়ও পেয়েছে। তবে অধিনায়ক হিসেবে শ্রেয়সের ভূমিকা সন্তোষজনক ছিল না। তবে শোনা যাচ্ছে, এবার নাকি শ্রেয়স আইয়ার আর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থাকছেন না। তার বদলে কাকে অধিনায়ক হিসেবে দলে নিতে চাইছে কেকেআর?

KKR-র অধিনায়ক সূর্যকুমার যাদব?

   

শোনা যাচ্ছে যে, কলকাতার প্রাক্তন প্লেয়ার তথা মুম্বইয়ের তারকা ও ভারতীয় টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে নাকি এবার শাহরুখের দলের অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পারে। ক্রিকেটকিডা নামের একটি প্ল্যাটফর্মে দাবি করা হছে যে, কেকেআর সূর্যকুমার যাদবকে এবারের মরসুমে দলে যোগ দেওয়া ও অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকে ভারতীয় ক্রিকেট মহলে শোরগোল পড়ে গিয়েছে।

RCB-তে খেলবেন রিঙ্কু সিং?

ওদিকে আবার কিছুদিন আগে কলকাতা দলের সুপারস্টার রিঙ্কু সিং একটি সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে, তিনি যদি KKR ছাড়েন, তাহলে বিরাট কোহলির অধিনায়কত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে খেলতে চাইবেন তিনি। ওদিকে আরেকটি রিপোর্ট অনুযায়ী, কলকাতা এবার নাকি তাঁদের সবথেকে দামি প্লেয়ার মিচেল স্টার্ককে ছাড়তে পারেন। পাশাপাশি নিতিশ রাণাও এবার নতুন দল পেতে পারেন বলে খবর।