শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একাদশ থেকে বাদ যাবেন টিম ইন্ডিয়ার এই দুই প্লেয়ার! বড় চমক রোহিত শর্মার

আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরের ভারতের দ্বিতীয় ম্যাচ। আজ শ্রীলঙ্কার (Sri Lanka national cricket team) মুখোমুখি হবে ভারতীয় দল (India national cricket team)। গতকাল রোহিত শর্মাদের (Rohit Sharma) কাছে লজ্জাজনক হারের সম্মুখীন হয় বাবর আজমরা। আর পাকিস্তানকে হারানোর ২৪ ঘণ্টার মধ্যেই ফের গুরুত্বপূর্ণ ম্যাচ নামতে চলেছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতকে এখন টেবিলের শীর্ষে তুলে দিয়েছে। ভারতীয় দলের নেট রানরেটও আকাশ ছুঁয়েছে।

বলে দিই, গতকাল ১ দুই বা ৫০, ১০০ নয় ২২৮ রানে পাকিস্তানের হারিয়েছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার স্পিনার কুলদীপ যাদব একাই পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছিলেন। যদিও, তাঁর আগে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল দুর্দান্ত শুরু করে বাকি টিমের মনোবল বাড়িয়ে দেন। এরপর বিরাট কোহলি ও কেএল রাহুল জোড়া শতরান করে পাকিস্তানের সামনে পাহাড় প্রমাণ ৩৫৬ রানের লক্ষ্য রাখেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২৮ রানেই গুটিয়ে যায় বাবররা।

কাল এই অতুলনীয় জয়ের কারণে এমনিতেই সপ্তম আকাশে রয়েছে ভারতীয় দলের আত্মবিশ্বাস। তাঁর মধ্যে অফ ফর্মে থাকা রাহুলের ফর্মে ফেরা ও কোহলির ১৩০০০ রান পূর্ণ হওয়ায় নতুন করে অক্সিজেন পেয়েছে ভারত। আর এই কারণে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একাদশে বড় বদল আনতে পারেন রোহিত শর্মা।

rohit virat jersey

যেহেতু এশিয়া কাপ শেষ হওয়ার আর কিছুদিন পরই ভারতে বিশ্বকাপ শুরু হবে, সেহেতু প্ল্যেয়ারদের চোটমুক্ত রাখার দিকটাও দেখতে হচ্ছে। আর এই কারণে আজকের ম্যাচ থেকে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁর জায়গায় দলে সুযোগ পেতে পারেন সূর্যকুমার যাদব। ওদিকে, প্রথম একাদশ থেকে আজ বিশ্রাম পেতে পারেন জাসপ্রীত বুমরাহ। উল্লেখ্য, চোট সারিয়ে ১১ মাস পর মাঠে ফিরেছেন বুমরাহ। তাই বিসিসিআই একদম চাইবে না যে, দলের সবথেকে বিধ্বংসী বোলার পরপর ম্যাচ খেলে ক্লান্ত হয়ে যাক বা ফের চোট পান। তাই আজ ওনার বদলে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন মহম্মদ শামি।