দলের বোঝা! পরের ম্যাচে টিম ইন্ডিয়া থেকে এই দুই প্লেয়ারকে বাদ দেবেন রোহিত, চূড়ান্ত হল নাম

অপ্রতিরোধ্য ভারত (India)। টিম ইন্ডিয়ার (India national cricket team) ব্যাটিং এর কারণে আগাগোড়াই বিপক্ষ দল ভয়ে সিঁটিয়ে থাকত। এবার বিশ্বকাপে জাসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), কুলদীপ যাদব (Kuldeep Yadav), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং নতুন সংযোজন মহম্মদ শামির (Mohammed Shami) বোলিং দেখে অবাক হয়ে যাচ্ছে গোটা ক্রিকেট বিশ্ব। বিশ্বকাপে এখনো পর্যন্ত পাঁচটির পাঁচটি ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো শক্ত প্রতিদ্বন্দ্বী ছাড়াও আফগানিস্তান, বাংলাদেশকে হেলায় উড়িয়ে দিয়েছে রোহিত শর্মারা (Rohit Sharma)। এবার আগামী লক্ষ্য ইংল্যান্ড।

   

গ্রুপের পঞ্চম ম্যাচে গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামে ভারতীয় দল। টসে জিতে প্রথমে কিউয়িদের ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। প্রথম থেকেই ভারতীয় বোলাররা আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু দুই উইকেট পড়ার পর নিজেদের সামলে নেন রচিন রবীন্দ্ররা। ভারতীয় বংশোদ্ভূত রচিন ৮৭ বলে ৭৫ রান করেন। পাশাপাশি ডেরেল মিচেল ১২৭ বলে ১৩০ রান করে দলকে মজবুত জায়গায় নিয়ে যান। একটা সময় মনে হয়েছিল যে, নিউজিল্যান্ড ৩০০-র উপরে রান করবে। কিন্তু তখনই ফের প্রত্যাবর্তন করে ভারতীয় বোলাররা। শামি, বুমরাহ, কুলদীপের দাপটে ২৭৩ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেন রোহিত শর্মা এবং শুভমান গিল। কিন্তু ১১ ওভারে রোহিত শর্মা ব্যাক্তিগত ৪৬ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর ১৪ তম ওভারে শুভমানও ২৬ রান করে আউট হয়ে যান। সেই সময় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বিরাট কোহলি। নিজের শতরান পূর্ণ না করতে পারলেও, দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন।

কিন্তু এই ম্যাচে দাঁত ফোঁটাতে পারেননি এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে সুযোগ পাওয়া সূর্যকুমার যাদব। তিনি ব্যাক্তিগত ২ রানে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এদিকে শ্রেয়াস আইয়ারের উপর সবার আশা থাকলেও তিনি ৩৩ রান করেই আউট হয়ে যান। কেএল রাহুল ২৭ রান করেন। এবং রবীন্দ্র জাদেজা কোহলিকে সঙ্গ দিয়ে ৩৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন।

kohli

ভারতের পরবর্তী ম্যাচ এবারের বিশ্বকাপ জয়ের বড় দাবিদার ইংল্যান্ডের সঙ্গে। ২৯ অক্টোবর ইংরেজদের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। আর এই ম্যাচে রোহিত শর্মা বেশ কিছু পরিবর্তন করবেন। সূর্যকুমার যাদবের বদলে দলে ফিরবেন হার্দিক পান্ডিয়া। এছাড়াও শ্রেয়াস আইয়ারকে পরবর্তী ম্যাচে মাঠের বাইরে রাখতে পারেন রোহিত। আইয়ারের বদলে ঈশান কিষাণ ইংরেজদের বিরুদ্ধে সুযোগ পেতে পারেন। তবে, পরবর্তী ম্যাচগুলিতে শার্দূল ঠাকুরের দলে সুযোগ পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কারণ, শামি প্রথম ম্যাচে মাঠে নেমে ৫ উইকেট নিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। তাই ঠাকুরের পরের ম্যাচে সুযোগ পাওয়া মুশকিল।