বিগত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন টিম ইন্ডিয়ার (India national cricket team) অধিনায়ক (Captain) রোহিত শর্মা (Rohit Sharma)। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন, তারপর থেকে চারিদিকে তাঁকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বলে দিই যে, রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এখনো পর্যন্ত কোনও ICC টুর্নামেন্ট জিততে পারেনি। তবে শুধু রোহিত শর্মাই নন, বিরাট কোহলির নেতৃত্বেও কোনও বড় বা ICC ট্রফি জেতেনি ভারত।
গত বছর এশিয়া কাপ ২০২২ এবং T20 বিশ্বকাপ ২০২২ এর পর টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচেও হেরেছে। এমতাবস্থায় রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে অনেক প্রশ্ন চিহ্ন উঠেছে। আর এরই মাঝে রোহিত শর্মার একটি বক্তব্য ক্রিকেট বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
সম্প্রতি ক্যাপ্টেন রোহিত শর্মা একটি সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই সময় রোহিত শর্মা একটি আশ্চর্যজনক বিবৃতি দেন। তিনি বলেছিলেন যে, তিনি আগামী দুই মাস টিম ইন্ডিয়ার সাথে স্মৃতি তৈরি করতে চান। এরপর থেকেই তাকে নিয়ে জল্পনা শুরু হয়। রোহিতের অনুরাগীদের বিশ্বাস যে হিটম্যান ২০২৩ বিশ্বকাপের পর অবসরের ঘোষণা করবেন। যদিও রোহিত শর্মা এখনও এই বিষয়ে স্পষ্টভাবে কিছুই বলেন নি। অধিনায়ক বলেন, ‘আমি আগামী দুই মাস এই দলের সঙ্গে অনেক স্মৃতি রাখতে চাই।’
রোহিত শর্মা আরও বলেন, ‘আমি কীভাবে চাপমুক্ত থাকি সেটাই আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি বাহ্যিক কারণের ভূমিকা নিয়ে ভাবি না। আমি ২০১৯ বিশ্বকাপের আগে যে ধাপে ছিলাম সেখানে ফিরে যেতে চাই। আমি মানসিকভাবে খুব ভালো অবস্থায় ছিলাম এবং টুর্নামেন্টের জন্য খুব ভালোভাবে প্রস্তুত ছিলাম। মনে রাখার চেষ্টা করছি ২০১৯ বিশ্বকাপের আগে একজন খেলোয়াড় এবং ব্যক্তি হিসেবে আমি ঠিক কী করছিলাম। আমি ব্যক্তিগতভাবে আমার সেই আদর্শের উপর পুনরায় ফোকাস করতে চাই।”