হু হু করে কমবে মুরগির দাম, নামবে ১০০ টাকারও নীচে! এই কারণে নেওয়া হচ্ছে বড় সিদ্ধান্ত

পড়শী রাজ্য ঝাড়খন্ডে (Jharkhand) বাড়তে শুরু করেছে বার্ড ফ্লু (Bird Flu)’র আতঙ্ক। এরইমধ্যে ৪ হাজার হাঁস-মুরগি নিধনের নির্দেশ দিয়েছে সরকার। ইতিমধ্যেই ৮০০ মুরগির প্রাণ গিয়েছে ভাইরাসের কারণে। এবার সেখান থেকে বাঁচতে বড়সড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।
কড়কনাথ মুরগি ও হাঁস গুলোকেও মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত ঝাড়খণ্ডের বোকারো জেলায়। খবর এসেছে যে, H5N1 আভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হচ্ছে বেশিরভাগ মুরগি।
৮০০টি কড়কনাথ মুরগি মারা গিয়েছে এক ভাইরাসের কারণে। ভাইরাসটি মারাত্মক আকার ধারণ করার আগেই ১০৩টি মুরগিকে কালিং করা হবে। অবশ্য শুধু এসমস্ত ওই মুরগিই নয়, মোট ৩ হাজার ৮৫৬টি পাখিকে মেরে ফেলা হবে সেখানে। মুরগি ছাড়াও হাঁস-সহ আরও অনেক পাখি রয়েছে সেই তালিকায়।
প্রশাসনের তরফে জানানো হয়েছে যে, যেসমস্ত খামারে এই ভাইরাসের ছোবল পড়েছে তার ১ কিমি ব্যাসার্ধের মধ্যে সমস্ত খামারের পাখিকে মেরে ফেলা হচ্ছে। এছাড়া আক্রান্ত খামার থেকে ১০ কিমি পর্যন্ত এলাকাকে ‘আক্রান্ত এলাকা’ হিসেবেও চিহ্নিত করেছে সরকার। প্রশাসনের কড়া নজর রয়েছে পরিস্থিতির ওপর।
ঘটনা নিয়ে চিকিৎসকরা জানিয়েছেন যে, সমস্ত পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। বিভিন্ন পাখিগুলোর জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্টের মতো চিহ্ন দেখা গেলেই সতর্ক হয়ে যাচ্ছে প্রশাসন। তাছাড়া কোথাও কোনো মৃত পাখি পড়ে থাকতে দেখলে সেই বিষয়েও জানাতে হবে প্রশাসনকে। বার্ড ফ্লুর জেরে রাজ্যে মুরগির দামও কমার আশঙ্কা রয়েছে।