গ্রাহকদের বড় ঝটকা দিতে চলেছে JIO, রিচার্জের দাম এত টাকা বাড়াতে পারে মুকেশ আম্বানির সংস্থা

দেশজুড়ে আসতে চলেছে 5G পরিষেবা। 5G পরিষেবা দেওয়ার জন্য স্পেকট্রাম কেনার জন্য সবচেয়ে বেশী খরচ করেছে রিলায়েন্স জিও (Jio)। সোমবার কোম্পানির AGM ছিল, সেখানেই 5G রোলআউটের বিষয়ে জানান মুকেশ আম্বানি। 5G স্পেকট্রাম এর জন্য যেরকম টাকা খরচ করেছিল আম্বানির সংস্থা, এবার জানা যাচ্ছে যে 5G পরিকাঠামো তৈরিতেও ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবেন জিও।

তবে 5G পরিকাঠামো তৈরিতে বিনিয়োগ করতে চলা এই বৃহৎ অংকের টাকার প্রভাব পড়বে গ্রাহকদের ওপর। অন্তত তেমনই আশঙ্কা এক সংস্থার। শেয়ার বাজার নিয়ে গবেষনা করা সংস্থা জেফারিস তাদের এক রিপোর্টে জানিয়েছে যে, জিওর মোট খরচ পোষাতে সংস্থা নিজেদের প্ল্যানের দাম বাড়াতে পারে।

এছাড়া সংস্থাটি তাদের রিপোর্টে এও জানিয়েছে যে, এর আগে ২০২১-২২ সালে এক একজন ব্যবহারকারীর থেকে জিও ১৫০ টাকা আয় করতো, আর এখন সেটাই বেড়ে ১৭৬ টাকা হয়েছে। Jefferies এর রিসার্চ অনুযায়ী ২০২৫ সালের মধ্যে দাম বাড়িয়ে জিও প্রতি ব্যবহারকারীর থেকে ২০০ টাকা আয় করতে চাইছে। খরচ থেকে লাভ করতে হলে সংস্থাকে তাদের প্রিপেড এবং পোস্টপেইড উভয় রিচার্জের ক্ষেত্রেই দাম বাড়াতে হবে।

এদিকে 5G স্পেকট্রাম নিলামে আসার পর থেকেই গ্রাহকদের মনে ভয় ঢুকেছে যে, মোবাইল রিচার্জের জন্য এবার আগের চেয়ে আরো বেশি টাকা লাগতে পারে। 5G স্পেকট্রামের জন্য টেলিকম কোম্পানিগুলো সরকারকে ১,৫০,১৭৩ কোটি টাকা দিয়েছে। ফলে নিজেদের আয় বাড়াতে রিচার্জের দাম বাড়িয়ে খরচ পোষাতে পারে তারা।

jio logo digital

এদিকে সেই নিলামে সবচেয়ে বেশি দর হেঁকেছিল মুকেশ আম্বানির জিও। মোট ৮৮,০৭৮ কোটি টাকা দিয়ে তারা কিনে কিয়েছে 5G স্পেকট্রাম। রিলায়েন্সের AGM মিটিং থেকে জানা যাচ্ছে যে, দীপাবলির মধ্যেই দেশের ১৩টি বড় শিবিরে 5G পরিষেবা প্রদান করবে জিও। এখন দেখার 5G-র কারণে কী সত্যিই অনেকটা দাম বাড়বে রিচার্জের?

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button