আর চলবে না রাজধানী এক্সপ্রেস, শীঘ্রই এর জায়গা নিতে চলেছে বন্দে ভারত! কেন এমন সিদ্ধান্ত রেলের?

প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) সংখ্যা। আগামী দিনে আরো একাধিক রুটে বাড়ানো হবে ভারতের এই প্রিমিয়াম ট্রেনের সার্ভিস। হাওড়া স্টেশন (Howrah Junction railway station) থেকেও বাড়ানো হবে বন্দে ভারতে এক্সপ্রেসের সংখ্যা। অদূর ভবিষ্যতে রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express), শতাব্দী এক্সপ্রেসের মতো প্রথম সারির ট্রেনের জায়গা নিতে চলেছে বন্দে ভারত।

২০১৯ সালে ভারতের মাটিতে প্রথম লঞ্চ করা হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। তার পর ক্রমে সম্প্রসারিত হয়েছে তার রুট। দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস। খুব তাড়াতাড়ি হয়তো আরো নতুন পাঁচটি রুটে দেখা যাবে সেমি হাইস্পিড এই ট্রেন। সব ঠিক থাকলে আগামী দিনে রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেসের মতো দেশের প্রিমিয়াম ট্রেনের জায়গা নেবে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বন্দে ভারত।

বছর দুই আগে আত্মপ্রকাশের পর থেকে ক্রমে বন্দে ভারত এক্সপ্রেসকে কেন্দ্র করে বেড়েছে জনপ্রিয়তা। অন্যান্য সাধারণ ট্রেনের তুলনায় বন্দে ভারতে ভাড়া যেমন বেশি, তেমনই সুযোগ সুবিধাও বেশি। অটোমেটিক স্লাইডিং দরজা, ঘূর্ণায়মান আসন, বড় বড় জানলা, খাবার পরিষেবা, ঝাঁ চকচকে বাথরুম ইত্যাদি হয়ে উঠেছে বন্দে ভারতের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যা যাত্রীদের আকর্ষণ করছে প্রতি মুহূর্তে। বলা বাহুল্য, বন্দে ভারত এক্সপ্রেস চালিয়ে লাভের মুখ দেখছে রেল মন্ত্রক।

বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বন্দে ভারত এক্সপ্রেস থেকে প্রাপ্ত রেভেন্যু রেল মন্ত্রকের মুখে হাসি ফুটিয়েছে। তাই আগামী দিনে বিশেষ ট্রেনের ওপর আরও জোর দিতে পারে মন্ত্রক। সেক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। এখন বন্দে ভারত এক্সপ্রেসে কেবল বসার সুবিধা রয়েছে।

মূলত প্রিমিয়াম ট্রেন। তাই সমাজের সকল স্তরের মানুষের পক্ষেই এই ট্রেনের চড়ার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। এই সমস্যা দূর করার জন্য বন্দে ভারতের সঙ্গে যুক্ত করা হতে পারে স্লিপার কোচ কিংবা এখনকার থেকে তুলনামূলক কম ভাড়া যুক্ত কোনো ব্যবস্থা আগামী দিনে দেখা যেতে পারে বন্দে ভারত এক্সপ্রেসে।