বাদ পড়তে চলেছেন টিম ইন্ডিয়ার সবথেকে বড় শত্রু! ম্যাচের আগে চরম দুঃসংবাদ ইংল্যান্ড দলের জন্য

২০২৩ বিশ্বকাপের (Cricket World Cup) ২৯তম ম্যাচে মুখোমুখি হবে ভারত (India national cricket team) ও ইংল্যান্ড (England cricket team)। ম্যাচের আগে ক্রিকেটপ্রেমীরা বেশ চমকপ্রদ একটি খবর পেয়েছেন। খবর শুনে অনেকে চিন্তিত। আন্তর্জাতিক ক্রিকেটে ১৭টি সেঞ্চুরি করা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার, যিনি বর্তমানে ভয়াবহ এক রোগে ভুগছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যারা সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন তারা ইতিমধ্যে হয়তো বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। বড় মঞ্চে বরাবর সাফল্য পেয়েছেন এই অলরাউন্ডার।

   

ভারত বনাম ইংল্যান্ড বিশ্বকাপ ২০২৩ এর ম্যাচটি হবে লখনউয়ের ইকানা স্টেডিয়ামে। আসলে যে খেলোয়াড় অসুস্থ বলে মনে করা হচ্ছে তিনি আর কেউ নন, ইংল্যান্ড দলের টেস্ট অধিনায়ক ও তারকা অলরাউন্ডার বেন স্টোকস (Ben Stokes)। যিনি চোটের কারণে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অংশ নিতে পারেননি।

একটি ম্যাচে খেলার সুযোগ পেলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। আর এখন ইংল্যান্ড দলকে আজ (২৬ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ খেলতে হবে। যার আগে বেন স্টোকস নেটে প্রচুর ঘাম ঝরিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন সেশনের সময় বেন স্টোকসকে ইনহেলার ব্যবহার করতে দেখা গিয়েছিল, যার কারণে ক্রিকেট ভক্তদের অনেকে মনে করেছেন যে তিনি অসুস্থ। স্টোকস সত্যি অসুস্থ কি না সেটা নিশ্চিত ভাবে বলা সম্ভব না। কারণ দলের পক্ষ থেকে তেমন কোনো আপডেট এখনও দেওয়া হয়নি। অনেক খেলোয়াড়দের ক্রমাগত কঠিন প্রশিক্ষণের পরে শ্বাস নিতে কিছুটা অসুবিধা হয়। সমস্যা সমাধানে অনেকে ইনহেলার ব্যবহার করতে পারেন।

এছাড়াও সামাজিক মাধ্যমে অনেকে দাবি করছেন বা অনেক বিশেষজ্ঞ মনে করছেন, চোটের কারণে বেন স্টোকস ভালো পারফর্ম করতে পারছেন না। যার কারণে চিকিৎসকের পরামর্শে হয়তো পারফরমেন্স বুস্টিং ওষুধ নিয়েছেন তিনি। এর ফলেই হয়তো তাকে ইনহেলার ব্যবহার করতে হচ্ছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। পুরো ব্যাপারটা অনেক প্রশ্নে ঘেরা রয়েছে, উপসংহারে এখনই উপনীত হওয়া ঠিক না।