পাকিস্তানের কাছে হারলেই বিপদ! এই সমীকরণে এশিয়া কাপের সুপার-৪ থেকে বিদায় নেমে টিম ইন্ডিয়া

আগামী ১০ সেপ্টেম্বর ফের এশিয়া কাপে (Asia Cup) মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া (India national cricket team) আর টিম পাকিস্তান (Pakistan national cricket team)। এশিয়া কাপের প্রথম ম্যাচে বাবরদের (Babar Azam) মুখোমুখি হয়েছিল রোহিতরা (Rohit Sharma)। সেই ম্যাচে পাকিস্তানের পেস বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে ভারতের টপ অর্ডার। যদিও, হার্দিক পান্ডিয়া ও ঈশান কিষাণের দুর্দান্ত ইনিংসের ভিত্তিতে লড়াইয়ে ফেরে ভারত। তবে, সেই ম্যাচে একটিও বল ব্যাট করতে পারেন নি বাবররা। বৃষ্টির জন্য ম্যাচ পণ্ড হয়ে যায়, আর দু’দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়।

এখন দুই দলই সুপার-৪ এ উঠে গিয়েছে। পাকিস্তান তাদের প্রথম ম্যাচে বাংলাদেশকে দুরমুশ করে সহজ জয় হাসিল করে নিয়েছে। ১০ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে রোহিতরা। ওই ম্যাচে ভারতের বিধ্বংসী বোলার জসপ্রীত বুমরাহ। স্ত্রী গর্ভবতী এবং সন্তান হওয়ার কারণে তিনি এশিয়া কাপ ছেড়ে ভারতে চলে গিয়েছিলেন। তবে, এবার পরবর্তী ম্যাচ খেলার জন্য ফের শ্রীলঙ্কায় ফিরেছেন।

এখন একটি পরিসংখ্যান সামনে এসেছে, যা দেখে বোঝা যাচ্ছে যে, ভারত এশিয়া কাপের সুপার-৪ থেকেই বিদায় নিতে পারে। তারা ফাইনালে পৌঁছতে পারবে না। এই সমীকরণ সামনে আসার পর কোটি কোটি ভারতীয় ক্রিকেট ভক্তদের রাতের ঘুম উড়ে গিয়েছে। তবে, এখনো সবার বিশ্বাস যে, ভারতই এবার এশিয়া কাপের বিজয়ী হবে।

india rohit virat

কী সেই সমীকরণ? পরিসংখ্যান অনুযায়ী, ভারত যদি কোনও কারণে পাকিস্তানের সঙ্গে হেরে যায়, তাহলে বড়সড় ক্ষতির সম্মুখীন হবেন রোহিতরা। কারণ, সুপার-৪ এ আয়োজক শ্রীলঙ্কাও এখন ভালো ফর্মে রয়েছে। আর টিম ইন্ডিয়াকে পরবর্তী দুটো ম্যাচ জিততেই হবে। যদি একটিতেও হার হয়, তাহলে এবার ভারতের এশিয়া কাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে যাবে।