পুজোর আগেই এত শতাংশ বাড়তে পারে DA! বিরাট সুখবর পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য

আর মাত্র হাতেগোনা কয়েকদিন বাকি, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja) শুরু হবে। ইতিমধ্যে একাধিক জায়গায় প্যান্ডেল বাঁধার কাজ, খুঁটি পুজো হচ্ছে। এসবের মাঝেই মহার্ঘ ভাতা (Dearness allowance) নিয়ে এল বড় খবর, যার জন্য অধীর আগ্রহে বসেছিলেন রাজ্যের সরকারী কর্মীরা (Employee)। DA নিয়ে হঠাৎ কী এমন বলল রাজ্য সরকার (Government Of West Bengal) জানেন? আপনিও কি সরকারী কর্মী? আপনিও কি এবার বহু প্রতীক্ষিত DA পাবেন অবশেষে?

ইতিমধ্যে সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারী কর্মীরা DA পেতে পারেন বলে খবর। অন্যদিকে এই খবর প্রকাশ্যে আসতেই এবার সরকারি কর্মী-শিক্ষক-অশিক্ষক কর্মীদের আশা করছেন যে দুর্গাপুজোর আগে তাঁদেরও মহার্ঘ ভাতা বাড়তে পারে। তবে রাজ্য সরকারের তরফে এই নিয়ে এখনও অবধি কোনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এদিকে রাজ্য সরকার যদি এবারও মহার্ঘ ভাতা না বাড়ায় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ইতিমধ্যে রাজ্যের শিক্ষক-সরকারি কর্মীরা বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন। তাঁরা বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চাইবেন। তারপরেও যদি চিড়ে না ভেজে তাহলে পুজোর আগেই বড় আন্দোলনে সামিল হতে পারেন সরকারী কর্মীরা। এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, ‘আরও বেশি সংখ্যক সরকারি কর্মী-শিক্ষক-অশিক্ষক কর্মীদের নিয়ে ২৩ অগাস্ট বিধানসভা অভিযান করব। সেদিন হাজার হাজার কর্মী এতে যোগদান করবেন। সুবোধ মল্লিক স্ক্যয়ার থেকে শুরু হবে এই মিছিল।‘

আরও পড়ুনঃ ছিলেন ব্যাটসম্যানদের ত্রাস, মাত্র ৪৯ বছর বয়সেই বিদায় জানালেন পৃথিবীকে! প্রয়াত হিথ স্ট্রিক

এক রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি পেতে পারে, যার পরে এটি বেড়ে ৪৫ শতাংশে পৌঁছাবে। কেন্দ্রের এই সিদ্ধান্তের পর রাজ্যও ৩ শতাংশ DA বৃদ্ধি করতে পারে বলে মত বিশেষজ্ঞদের। কেন্দ্রের নতুন DA বৃদ্ধি ২০২৩ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে বলে খবর। কর্মচারী এবং পেনশনভোগীদের (Pension) জন্য প্রতি মাসে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়। শ্রম ব্যুরোর কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স (CPI-IW)- এর ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই ব্যুরো শ্রম মন্ত্রকেরই অন্যতম একটি শাখা।