কোনও কাজেরই নয় টিম ইন্ডিয়ার এই তিন প্লেয়ার! তবুও প্রতি বছর ১১ কোটি টাকা খরচ করছে BCCI

বর্তমান সময়ে বিসিসিআই (Board of Control for Cricket in India) বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ড। আর টিম ইন্ডিয়া (India national cricket team) বিশ্বের সেরা টিম। সম্প্রতি এশিয়া কাপ (Asia Cup) জিতে ভারতে ফিরেছে রোহিত শর্মারা (Rohit Sharma)। আর এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী সপ্তাহ থেকে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হতে চলেছে। এই সিরিজের জন্য ভারতীয় দলও ঘোষণা করেছে BCCI। বিরাট কোহলি, রোহিত শর্মাদের বিশ্রাম দিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে দলে সুযোগ দেওয়া হয়েছে। অক্ষর প্যাটেলের চোটের কারণেই অশ্বিন দলে সুযোগ পেয়েছেন বলে জানা যাচ্ছে।

বর্তমানে টিম ইন্ডিয়া দারুণ ফর্মে রয়েছে। এছাড়াও কয়েকজন প্লেয়ার যেভাবে বিধ্বংসী খেলা দেখাচ্ছেন, তা দেখে মনে হচ্ছে যে, ২০২৩-র ক্রিকেট বিশ্বকাপ এবার ভারতেরই হবে। বলে দিই, অক্টোবর মাস থেকে ভারতে শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। আর এই নিয়েই এখন শেষ পর্যায়ের প্রস্তুতি সারছে টিম ইন্ডিয়া।

তবে, এই প্রস্তুতির মধ্যেও টিম ইন্ডিয়ার তিন প্লেয়ারকে নিয়ে প্রশ্ন উঠছে, যারা এবার বিশ্বকাপের ১৫ সদস্যের দলের মধ্যে রয়েছেন। ভারতীয় ক্রিকেট ভক্তদের অভিযোগ, এরা কোনও কাজের নয়, কিন্তু BCCI প্রতি বছর কোটি কোটি টাকা দিয়ে এদের দলে রেখে দিচ্ছে। এদের বদলে নতুনদের সুযোগ দেওয়া হলে, তাঁরা অনেক ভালো করতে পারবে।

আপনি কী জানেন কে ওই তিন প্লেয়ার? যাদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে, তাদের মধ্যে প্রথমে নাম রয়েছে শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer)। উল্লেখ্য, আইয়ার প্রায় ৮ মাসের চোট কাটিয়ে দলে ফিরেছেন। আর প্রথম ম্যাচেই তাঁর খারাপ প্রদর্শন সবার চোখে লেগেছে। এর থেকেও বড় বিষয় হল, একটি ম্যাচ খেলে সে আবার চোটগ্রস্ত হয়েছে।

shreyas iyer 2

দ্বিতীয় জন হলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বলে দিই, সূর্যকে টিম ইন্ডিয়ায় একাধিকবার সুযোগ দেওয়া হলেও সে কোনোদিনও নিজেকে প্রমাণ করতে পারেনি। প্রতিটি ম্যাচেই তাঁর খারাপ প্রদর্শন টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে, ও শুধু IPL খেলার যোগ্য। তৃতীয় প্লেয়ার হলেন জোরে বোলার মহম্মদ শামি (Mohammed Shami)। একসময় শামির আগুনে বোলিংয়ের সামনে মাথানত করত বিপক্ষি দলের প্লেয়াররা। কিন্তু বর্তমানে তাঁর বলে সেই আগুন নেই আর। বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপে সুযোগ পেয়েও জ্বলে উঠতে পারেননি শামি। যার কারণে ভারতকে হারতেও হয়েছে।