বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় হতে পারে বড় পরিবর্তন! এই প্লেয়ারের নাম নিয়ে চমকে দিলেন রোহিত শর্মা

ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপ (Asia Cup) হাসিল করে নিয়েছে টিম ইন্ডিয়া (India national cricket team)। সিরাজের আগুনে বোলিংয়ের জেরে ক্রিজেই টিকতে পারেননি লঙ্কার ব্যাটাররা। মাত্র ৫০ রানেই বান্ডিল হয়ে যায় তারা। এরপর ভারত ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে সহজেই সেই রান হাসিল করে নেয়। ম্যাচের সেরা ঘোষণা করা হয় মহম্মদ সিরাজকে। এবার এশিয়া কাপ শেষ হতে না হতেই আগামী সপ্তাহ থেকে অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে তোরজোড় শুরু হয়েছে।

আর এই তোরজোড়ের মাঝেই দুঃসংবাদ শুনিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি জানিয়েছেন যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না অক্ষর প্যাটেল (Axar Patel)। বলে দিই যে, বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের এস ম্যাচে খেলার সময় দুবার চোট পেয়েছিলেন তিনি। তবে, চোট নিয়েও দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন অক্ষর। কিন্তু শেষ রক্ষা হয়নি।

যদিও, ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারকে নিয়ে সুখবর শুনিয়েছেন রোহিত। তিনি জানিয়েছেন যে, আইয়ার ৯৯ শতাংশ সুস্থ। পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় তিনি কোমরে চোট পেয়েছিলেন তিনি। তবে এখন তিনি সুস্থ। রোহিত জানান, তাঁর জন্য কিছু মানদণ্ড রয়েছে বলেই তাঁকে এশিয়া কাপে সুযোগ দেওয়া হয়নি। বর্তমানে তিনি নেটে ভালোই পারফরমেন্স দেখাচ্ছেন।

rohit sharma india team asia cup

এদিকে, শোনা যাচ্ছে যে এবার বিশ্বকাপের দলে কিছু পরিবর্তন আসতে পারে। খোদ রোহিত (Rohit Sharma) জানান যে, অক্ষরের বদলে রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) কথা ভাবা যেতেই পারে। আমি তাঁর সঙ্গে যোগাযোগে রয়েছি। এছাড়াও তিনি ওয়াশিংটন সুন্দরের কথাও তোলেন। এখন দেখার বিষয় এটাই যে, অক্ষর আর আইয়ারের চোট ঠিক কতটা, যদি গম্ভীর পরিস্থিতি তৈরি তাহলে বিকল্প পথ ভাবা যেতেই পারে।