এবার ‘বন্দে ভারত” করে দিঘায়, ছুটবে এই রুটে! কত হবে ভাড়া? জানুন কী বলছে রেল

এবার দিঘাতেও (Digha) ছুটতে চলেছে বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express)? উঠল এমনই দাবি। দিঘা, মন্দারমনি (Mandarmani) যেতে কে না ভালোবাসে। ঝটিকা সফরের কথা উঠলেই মানুষ একদিন বা দু’দিনের ছুটি কাটাতে ব্যাগত্তর গুছিয়ে এই দুই বিখ্যাত সমুদ্র সৈকতে চলে যান। রয়েছে বাস, ট্রেন।

যদিও অনেক সময়ে উইকএন্ড আসতেই ট্রেনে পা রাখার জায়গা পাওয়া যায় না। ভিড় সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়। এই ভিড়কে মাথায় রেখে ইতিমধ্যে রেলের (Indian Railways) তরফে একটি স্পেশাল ট্রেন রাতে সাঁতরাগাছি থেকে দিঘা অবধি ছাড়া হয়। এমনকি দিঘাতে হোটেলে রুম পাওয়াও একপ্রকার দুষ্কর হয়ে পড়ে। ভাড়া হয়ে যায় আকাশছোঁয়া। যদিও ট্রেনের চাহিদা বাড়ছে।

এরই মাঝে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে দিঘার ট্রেন গিয়ে গেল একটি বিশেষ আবেদন। তাও আবার যে সে ট্রেন নয় কিন্তু, এবার দিঘায় বন্দে ভারত ট্রেন চালানোর আর্জি করা হল। আর এই আর্জি জানিয়েছেন বনগাঁ উত্তর-এর বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন।

জানা গিয়েছে, এই বিজেপি বিধায়ক বনগাঁ (Bangaon) থেকে দিঘা পর্যন্ত বন্দে ভারত চালানোর দাবি জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে। সম্প্রতি রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। রেলের একাধিক বিষয় নিয়ে রাজ্যে তদারকি করেন অশ্বিনী বৈষ্ণব। এসবের মাঝেই বনগাঁ-দিঘা রুটে বন্দে ভারত চালানোর দাবি রেলমন্ত্রীর কাছে জানান বিধায়ক অশোক কীর্তনিয়া।

শোনা যাচ্ছে, রেলমন্ত্রী বিজেপি বিধায়ককে খালি হাতে ফেরাননি। শীঘ্রই বনগাঁ-দিঘা… এই রুটে বন্দে ভারত চালানোর আশ্বাস রেলমন্ত্রী দিয়েছেন বলেই জানিয়েছেন বিধায়ক। রেলমন্ত্রীকে দেওয়া চিঠিতে বিধায়ক জানিয়েছেন, বনগাঁ, বাগদা, গোবরডাঙ্গা, হাবড়া সহ উত্তর ২৪ পরগনার ৮ লক্ষেরও বেশি মানুষ বাস করেন। ব্যাপক চাহিদা রয়েছে এই রুটে। ফলে বনগাঁ-দিঘা রুটে বন্দে ভারত চালানো লাভজনক হবে বলেও রেলমন্ত্রীকে লেখা চিঠিতে দাবি বিধায়কের। ফলে কবে এই ট্রেন চালু হয় সেদিকে স্বাভাবিকভাবেই নজর থাকবে সকলের।