আপনিও কি শিয়ালদহ (Sealdah) ডিভিশনে রোজ যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল একটি অত্যন্ত জরুরী খবর। কারণ এই শিয়ালদহ ডিভিশন নিয়ে এবার বড় রকমের সিদ্ধান্তের পথে হাঁটল পূর্ব রেল (Eastern Railway zone)। পূর্ব রেলের এই সিদ্ধান্তের ফলে চরম হয়রানির শিকার হতে পারেন নিত্যযাত্রীরা। পূর্ব রেল আচমকা কি সিদ্ধান্ত নিয়েছে তা জানতে কি আপনিও ইচ্ছুক? তাহলে ঝটপট করে ফেলুন এই প্রতিবেদনটি। নইলে বিপদ বাড়বে আপনারই।
পূর্ব রেল যা সিদ্ধান্ত নিয়েছে তার জেরে দক্ষিণ শাখার রেল যাত্রীদের মাথায় বাজ ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামীকাল শনিবার থেকেই একটি বিশেষ নিয়ম কার্যকর হতে চলেছে। দক্ষিণ শাখায় বাতিল হতে চলেছে একের পর এক ট্রেন। শুধু তাই নয় কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত অবধি করে দেওয়া হয়েছে। আপনিও কি জানতে চান কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে? তাহলে জেনে নিন।
জানা গিয়েছে, শিয়ালদহ সাউথ সেকশনে প্রায় ১১ ঘন্টা ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে পূর্ব রেল। সেই সঙ্গে একগুচ্ছ ট্রেন অবধি বাতিল করে দেওয়া হয়েছে বলে খবর। বিজ্ঞপ্তি অনুযায়ী বালিগঞ্জ নামখানা সেকশনের জয়নগর মছিলপুর স্টেশনে থাকা ফুট ওভারব্রিজ ভেঙে ফেলার জন্য আগামী ১১ ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। যে কারণে আগামীকাল শনিবার অর্থাৎ ৪ নভেম্বর থেকে রাত ১১:১০ মিনিট থেকে ৫ই নভেম্বর ১০:১০ মিনিট অবধি আপ ডাউন লাইনে ট্রেন চলাচল একদম নিয়ন্ত্রণে থাকবে।
আসুন এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকবে…
১) ট্রেন নম্বর ৩৪৭৫২ ডাউন শিয়ালদহ- লক্ষ্মীকান্তপুর লোকাল, যেটি চলে রাত ১০:২০ মিনিট নাগাদ।
২) ট্রেন নম্বর ৩৪৭১৬ ডাউন শিয়ালদহ লক্ষ্মীকান্তপুর লোকাল (ভোর ৫:২০)
৩) ট্রেন নম্বর ৩৪৭২০ ডাউন শিয়ালদহ- লক্ষ্মীকান্তপুর-নামখানা লোকাল (সকাল ৭:১৪)
৪) ট্রেন নম্বর ৩৪৮৮২ ডাউন সোনারপুর- ডায়মন্ড হারবার লোকাল (ভোর ৪:৫০)
৫) ট্রেন নম্বর ৩৪৮৮৪ আপ ডায়মন্ড হারবার- সোনারপুর লোকাল (সকাল ১০:৪৫)
৬) ট্রেন নম্বর ৩৪৮১৯ আপ ডায়মন্ড হারবার- বারুইপুর লোকাল (ভোর ৫:৫২)
৭) এরপর সকাল ট্রেন নম্বর ৩৪৩৩২ ডাউন ৭:১৫-র বারুইপুর- লক্ষ্মীকান্তপুর লোকাল বাতিল থাকবে। এছাড়া আপ ৩৪৩৩১ লক্ষ্মীকান্তপুর- বারুইপুর লোকাল এবং ট্রেন নম্বর ৩৪৮৯২, সকাল ৯:২২ মিনিটের বারুইপুর- ডায়মন্ড হারবার লোকাল বাতিল থাকবে।
পূর্ব রেল জানাচ্ছে, শনিবার রাত ১১:৬ মিনিটের ট্রেন নম্বর ৩৪৭৫৪ ডাউন শিয়ালদহ- লক্ষ্মীকান্তপুর ডাউন লোকাল লক্ষ্মীকান্তপুরের বদলে বারুইপুর স্টেশন পর্যন্ত চলবে। রবিবারের ভোর ৩:০০ টের লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ আপ 34711 লোকাল লক্ষ্মীকান্তপুর থেকে না ছেড়ে বারুইপুর স্টেশন থেকে ছাড়বে।
এছাড়া রবিবার ভোর ৪:০০, ৪:৩০, ৫:৫৫, ৮:১৫ মিনিটের শিয়ালদহ- লক্ষ্মীকান্তপুর লোকালগুলো দক্ষিণ বারাসত স্টেশন পর্যন্ত যাবে। এছাড়া সকালের দিকের লক্ষ্মীকান্তপুর- শিয়ালদহ লোকাল দক্ষিণ বারাসত স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশে যাবে।