ছোটবেলা থেকেই তুলতেন আবর্জনা, সেখানেই মিলল যখের ধন! আজ কোটি টাকার মালিক

অনেক সময় এমন হয় যে, বহু মূল্যবান জিনিস আমরা ফেলে দিই আবর্জনার সাথে। পরবর্তি সময়ে নোংরা পরিষ্কার করার লোক এসে সেই নোংরা নিয়ে যায়। আর তার সাথে চিরদিনের জন্য হারিয়ে যায় কিছু বহুমূল্য দ্রব্য। কিন্তু সুদূর ইংল্যান্ড থেকে এমন এক খবর এসেছে যা বেশ বিস্ময়কর।

আবর্জনার মধ্যেই বাছাইকারীরা বেশ মূল্যবান জিনিস খুঁজে পান। যা তার ভাগ্যকে একদম বদলে দেয়। এক আবর্জনা বাছাইকারি নোংরার মধ্যে এক কোটি টাকার একটি বস্তু দেখতে পান। প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি তিনি।

যুক্তরাজ্যের কেন্টে বসবাসকারী ৪৭ বছর বয়সী মার্টিন ছোটবেলা থেকেই কাজ করেন আবর্জনা সংগ্রহকারী হিসেবে। তার ওইটাই পেশা। আর সম্প্রতি মার্টিন আবর্জনা থেকে জিনিসপত্র সংগ্রহ করতে গিয়ে প্রায় ১ কোটি টাকার জিনিস পান!

এর আগে আবর্জনার মধ্যে আইফোন থেকে শুরু করে নানান পণ্য পাওয়া গিয়েছে। মার্টিন বহু অমূল্য বস্তু পেয়েছেন সেখান থেকে। তার কথায় এই আবর্জনার মধ্যেই তিনি ১ কোটি টাকার জিনিস পেয়েছেন! এছাড়া প্রতি সপ্তাহে আবর্জনা ফেলে প্রায় ২০ হাজার থেকে ১ লাখ টাকা আয় করেন তিনি।

martin 63e4830417c56

আবার আবর্জনার মধ্যে থেকে তিনি এমন জিনিস সরিয়ে ফেলেন যা সহজেই পুনর্ব্যবহার করা যায়। ছোটবেলা থেকে এই আবর্জনা ফেলাই তার মুখ্য কাজ। তিনি ডাস্টবিন থেকে বহু অমূল্য জিনিস পেয়েছেন। আর আজ এই নোংরা ফেলেই কোটি টাকার জিনিস পেয়েছেন মার্টিন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button