রাজ্য সরকারি কর্মীদের জন্য বর্ধিত DA ঘোষণা, জানুন কবে থেকে আর কতটা বাড়ছে মহার্ঘ ভাতা

বহুদিন ধরেই বাংলার সরকারী চাকুরিজীবিদের মহার্ঘ্যভাতা (Dearness allowance) দেওয়া হয়নি পশ্চিমবঙ্গ সরকারের (Government) তরফে। অনেকেই সেই নিয়ে সমালোচনা করেন। এমনকি মিটিং মিছিলও করা হয় DA এর দাবীতে। অভিযোগ মেলা, খেলায় টাকা যথেচ্ছ টাকা খরচ করলেও সরকারী কর্মীদের DA দেওয়ার ব্যাপারে কাঙাল পশ্চিমবঙ্গ সরকার।

দীর্ঘদিন ধরে সরকারের এমন তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন সারা বাংলার সরকারি কর্মীরা। কিন্ত তাতেও মন গলেনি সরকারের। এমনকি সরকার সুপ্রীম কোর্টেও পৌঁছে যায় DA না দেওয়ার জন্য। কিন্তু এবারে মন গলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এর।

রাজ্যের বাজেট ঘোষণার দিনই ৩ শতাংশ মহার্ঘভাতা ঘোষণা করা হয়। ১ এপ্রিল থেকেই নতুন DA দেবে সরকার। এই সিদ্ধান্ত লাগু হবে রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীরা। যদিও রাজ্য সরকারের হয়ে কথা বলার সময় মুখ্যমন্ত্রী তোপ দাগেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কেন্দ্র নাকি এবারেও প্রাপ্য টাকা দিচ্ছেনা। এরমধ্যে DA বাড়ানোর কারণে প্রতিমাসে অতিরিক্ত ১৬০ কোটি টাকা খরচ করতে হবে। যদিও এই ঘোষণায় নাখুশ সরকারি কর্মচারীরা।

government workers pension

উল্লেখ্য, সরকারি কর্মচারীদের ৩৫টি সংগঠনের যৌথ মঞ্চ শহিদ মিনারের সামনে অবস্থান করেছিল। বকেয়া টাকা পূরণের দাবিতে সরব তারা। এবার এই ৩% DA ঘোষণার পর তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তাঁরা এই ভিক্ষা চায় না। 

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button