বর্তমান সময়ে টিভি (Television) ছাড়া মানুষ অচল। সারাদিন কর্ম ব্যস্ততার পর মানুষ কিছুক্ষণের জন্য হলেও টিভির পর্দায় একটু চোখ রাখতে পছন্দ করেন। আপনিও কি টিভি দেখতে পছন্দ করেন? আপনারও কেবল টিভি (Cable television) রয়েছে? তাহলে আপনার জন্য রইল একটি জরুরী খবর। আপনারও যদি কেবল টিভি থেকে থাকে তাহলে আপনার মাথায় বাজ ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখন খুব কম ঘরেই এখন কেবল টিভি দেখা যায়। এখন মানুষের ঘরে ঘরে রয়েছে নানান ধরনের D2H পরিষেবা। এয়ারটেল থেকে শুরু করে টাটা স্কাই, ভিডিওকন ও আরও কত কি এখন ডি টু এইচ পরিষেবা চলে। সেইসঙ্গে তাহলে তাল মিলিয়ে চলছে প্লাটফর্ম শুধুমাত্র এখন টিভিতেও প্ল্যাটফর্ম দেখা যায়। এদিকে এই D2H পরিষেবার কারণে কেবল টিভি অপারেটর একপ্রকার মহা ফাঁপরে পড়েছেন। অনেকেই আশঙ্কা করছেন একেবারে কেবল টিভি বন্ধ হয়ে যাওয়া নিয়ে।
কারণ এমনই ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি আশঙ্কা করছেন দ্রুত সম্ভবত কেবল টিভি বন্ধ করে দিতে পারে কেন্দ্রীয় সরকার (Central Government)। শুধু তাই নয় আগামী দিনের টিভি দেখার খরচও এক ঢাকায় অনেকটাই বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
অনেকে হয়তো জানেন না যে ২০২২ সালে ৩০০ নভেম্বর কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। মাল্টি সিস্টেম অপারেটররা যেসব স্থানীয় চ্যানেল চালাচ্ছেন সেগুলিকে প্ল্যাটফর্ম সার্ভিস চ্যানেলে আওতায় আনতে হবে। আর এর জন্য রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক রেজিস্ট্রেশন না করলে টিভি চ্যানেল আর দেখানো যাবে না। এরপরেই নতুন করে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ করেছেন, কেন্দ্রের মোদি সরকার চাইছে কেবল টিভি বন্ধ করে দিতে। আর এই নিয়ে নাকি একটি নির্দেশিকা অবধি জারি করা হয়েছে। তিনি বলেছেন, ‘কেবল টিভি পরিষেবা বন্ধ করে দিলে ছেলে মেয়েগুলো কি হবে?’