পাসপোর্ট বানানোর নিয়মে বড়সড় পরিবর্তন, এভাবে সহজেই পাবেন পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট

ভারতীয় নাগরিকত্বের সবচেয়ে বড় প্রমাণ পাসপোর্ট (Indian Passport)। কিন্তু পাসপোর্ট পাওয়া কোনো সহজ কম্ম নয়। আবেদনের প্রক্রিয়া খুব সহজ হয়ে গেলেও যাচাই প্রক্রিয়া বেশ দীর্ঘ। পাসপোর্ট আবেদন করার পর যাচাই করতে বেশ বেগ পেতে হয় দেশের জনগণকে। কিন্তু আর নয়, এবার পাসপোর্টের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে নয়া নিয়ম এনেছে কেন্দ্র।
এতদিন পাসপোর্ট হাতে পাওয়া কম ঝামেলার বিষয় থাকেনি। বিশেষত পুলিশ ভেরিফিকেশন এর বিষয়ে এতই দেরী হতো যে, খুব প্রয়োজনের সময়ও হাতের কাছে মিলত না পাসপোর্ট। এদিকে দেশ ডিজিটাইজেশনের দিকে এগিয়ে গিয়েছে, সেখানে এরকম দেরি কিছুটা হলেও ভারতের উন্নতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল।
এবার সেই সমস্ত বাধাকে দূর করে দিয়েছে মোদী সরকার। বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্যানুসারে পাসপোর্ট আবেদনকারীরা দেশের সমস্ত পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) এর জন্য আবেদন করতে পারেন। আর এতে নথিপত্র যাচাই এর সময় বেশ খানিকটা কমে যাবে।
এবার থেকে অনলাইনে আবেদনের সুবিধা দেওয়া হয়েছে। আগামী ২৮ শে সেপ্টেম্বর থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদনকারীরা সমস্ত পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে (POPSK) অনলাইনে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যে কাজটি সবচেয়ে বেশি সময় নিত, সেই পুলিশ ভেরিফিকেশনের সময় অনেকটা কমে যেতে চলেছে।
আসলে দেশে পাসপোর্টের আবেদন অনেকখানি বেড়ে যাওয়াতে পুলিশ ভেরিফিকেশন করতে অনেক সময় লেগে যেত। কিন্তু এবার সেই কাজের সময় কমিয়ে ফেলার জন্য দেশের সমস্ত অনলাইন পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রগুলিকে লিঙ্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাসপোর্ট আবেদনকারীদের কাছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অত্যন্ত প্রয়োজনীয়। বিভিন্ন কাজে এই সার্টিফিকেট এর প্রয়োজন হয়। নয়া চাকরি পেলেও সেখানে পুলিশ দ্বারা ভেরিফাই করিয়ে নেওয়া হয়। তাই এবার থেকে সেই কাজেও আর সময় নষ্ট হবে না।