গতবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল বেরোনোর পর চারিদিক থেকে নানান ভিডিও ভাইরাল হয়েছিল। অনেকেই তো আবার ফেল করে রাস্তায় বসে আন্দোলন করেছিল। তাদের মধ্যে একজন আবার ইংলিশে ফেল করেছিল। তাঁকে আম্ব্রেলা বানান জিজ্ঞাসা করায়, সে যা উত্তর দিয়েছিল, তা এখনো ভোলেনি বঙ্গবাসী।
এরপর এ বছর শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। আর এক পরীক্ষার দিন পরীক্ষার্থীদের অভিভাবকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে পরীক্ষার্থীর মা কে বলতে শোনা যায় যে, দিদি আছে চিন্তা কীসের? সবাই পাশ। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল হারে ভাইরাল হয়।
বর্তমানে মাধ্যমিকের ফল বেরোনোর পর সবার মনেই একটা প্রশ্ন যে, সেই পরীক্ষার্থীরা কেমন ফল করলেন, যাদের অভিভাবকরা ফলাও করে বলেছিলেন যে, দিদি আছে সবাই পাশ! বর্তমানে তাদের নিয়ে চারিদিকে ট্রোল হচ্ছে। এই কারণে তাঁরা কেউ ক্যামেরার সামনে আসতে চাননি।
এক সংবাদ মাধ্যম তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের মেয়েদের ফলাফল জানতে চায়। জানা গিয়েছে যে, দত্তপুকুর নিবাধুই বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবক ছিলেন তাঁরা। ফল প্রকাশ হতেই এখন তাদের বাড়িতে খুশির জোয়ার। দুই ভাইরাল হওয়া অভিভাবকের সন্তানই পাশ করেছে।
ওই দুই অভিভাবকের নাম পিঙ্কি চক্রবর্তী, ও কাকলি মণ্ডল। তাদের মেয়েদের নামও জানা গিয়েছে।সেগুলি হল মাহি চক্রবর্তী ও অনামিকা মণ্ডল। জানা গিয়েছে দুজনাই খুব ভালো মতন পাশ করেছে। অনামিকা ৩৯০ ও মাহি ৩১০ পেয়েছেন। অনামিকা আবার ইংরেজিতে লেটারও পেয়েছে।
বর্তমানে দুই ছাত্রীর বাড়িতেই খুশির হাওয়া। অনামিকা এখন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে চায়। মাহিও তাঁর পড়াশোনা ভালো মতোই চালিয়ে যেতে চায়।