দু’দিন আগেই রাজ্যে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha )। জীবনের প্রথম বড় পরীক্ষা নিয়ে পড়ুয়া থেকে অভিভাবক সবাই চিন্তার মধ্যেই ছিল। সুষ্ঠু ভাবে পরীক্ষা শেষ হওয়ায় সবার মাথা থেকেই চাপ নেমেছে। তবে, এবারের মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই এমন এমন কিছু ভিডিও সামনে এসেছে, যা দেখে চক্ষু চড়কগাছ সকলের।
বারাসাত থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে পরীক্ষার শেষে পড়ুয়া ও তাদের মায়েদের রঙ মেখে আনন্দ করতে দেখা গিয়েছে। সাংবাদিকরা প্রশ্ন করায় পড়ুয়াদের মায়েদের জবাব ছিল ‘দিদি আছেন, সবাই পাশ, চিন্তার কোনও কারণ নেই।” ওই ভিডিও ভাইরাল হওয়ার পর সবাই অবাক হয়ে যায়।
উল্লেখ্য, এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের চাপ কমাতে বলেন যে, পরীক্ষা যেমন হোক না কেন, তিনি দেখে নেবেন। ব্যাস আর কী … ওই ঘোষণার পর থেকে পড়ুয়াদের মধ্যে এক আলাদা উদ্দীপনা বয়ে চলেছে। আর সেই ঘটনার পর আরেকটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে অঙ্ক পরীক্ষা শেষ করে পড়ুয়াদের কাঁদতে কাঁদতে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে।
দ্বিতীয় ঘটনাটি নিউ ব্যারাকপুরের মাসুন্দা বিদ্যালয়ের। সেখানে অঙ্ক পরীক্ষা শেষ করে বেরিয়ে আসতেই পড়ুয়াদের কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। তাদের মধ্যে কয়েকজনার দাবি, ‘খুব বাজে ভাবে গার্ড দিয়েছেন পরীক্ষক, যার কারণে তারা পিছনে ঘুরে পর্যন্ত দেখতে পারেনি।” এছাড়াও পড়ুয়াদের দাবি ছিল পরীক্ষায় গ্র্যাফ পেপার দেওয়া হয়নি, যার কারণে তারা খুব চিন্তিত।
এই বিষয়ে মুখ খুলেছেন মাসুন্দা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এই সময়ে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “অনেক সময় পরীক্ষা মনের মতো না হলে অনেকেই কাঁদেন, চোখের জল ফেলেন। সেটা আবেগের বহিঃপ্রকাশ। কিন্তু, গার্ড নিয়ে এই ধরনের অভিযোগ! এখনও বিশ্বাস হচ্ছে না।” তিনি পরিস্কার এও জানিয়ে দেন যে, তার স্কুলে যথেষ্ট কড়া গার্ডই দেওয়া হয়। নিয়ম মেনেই পরীক্ষা দিতে হয়। এবারেও সেটাই পালন করা হয়েছে। তবে ছাত্রীদের এহেন অভিযোগ নিয়ে স্তম্ভিত তিনি।