‘দিদি আছে, চিন্তা নেই, সবাই পাশ!” মাধ্যমিক পরীক্ষার্থীদের মায়েদের উচ্ছ্বাস দেখে মাথায় হাত

যেকোন ছাত্রের জীবন প্রথম বড় পরীক্ষা হলো মাধ্যমিক (Madhyamik Pariksha)। গতকাল শুক্রবার শেষ হয়েছে এই পরীক্ষা। আর পরীক্ষা শেষ হতেই বিভিন্ন জায়গায় শুরু নিয়েছে আবির খেলা। ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক, সবাই বেশ হুল্লোড়ে মেতেছেন। সারা রাজ্যেই বেশ উৎসবের ছোঁয়া এলেও উত্তর ২৪ পরগনার বারাসাত অন্য চিত্র দেখল।
বারাসাতের দত্তপুকুর এলাকার কাশিমপুর বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারাও মস্তিতে মাতলেন। সাথে নাচ করতে দেখা গেল অভিভাবকদেরও। কিন্তু এত হই হুল্লোড়ের কারণটা ঠিক কী? সেই উত্তরও পাওয়া গেল এক পরীক্ষার্থীর মা এর থেকে। তিনি বলেন, ‘দিদি আছে যখন সবাই পাশ। আজ থেকে পার্টি হবে, ফুল মস্তি।’
শুধু তাই না, একইসাথে ওই অভিভাবকের বক্তব্য, ‘‘আজ পরীক্ষা শেষ আর দেড় মাস পড়তে হবে না। দেড় মাস ধরে চলবে হইহুল্লোড়। এখন থেকেই পার্টি শুরু হয়ে গিয়েছে। মেয়েদের আলাদা টিম আর আমাদের আলাদা টিম। আমাদের মোট ১২ জন রয়েছে। এখন থেকেই এই পার্টি শুরু হয়ে গেল। ঘোরাফেরা, খাওয়া-দাওয়া এইসব চলবে।’’
স্কুলের অভিভাবিকাদের বক্তব্য, “যারা প্রথম, দ্বিতীয় এসব হয় তারা কারো সঙ্গে মিশতে পারে না। আমাদের ওসব নেই। মেয়েরা পাশ করলেই হবে। চাকরি করতে হবে এর কোন মানে নেই। অন্যান্য বিভিন্ন পথ রয়েছে। এবার পার্টি হবে, পিকনিক হবে, মুভি দেখা হবে, যাকে ফলে ফুল মস্তি।”
ছাত্রছাত্রীরা তো খুশি বটেই, সাথে অভিভাবকরাও বেশ উচ্ছসিত। তাদের বক্তব্য, মেয়েদের কে পাশ করানোর নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দোপাধ্যায় বলেছিলেন , “দিদি তো বলেইছে পাশ/ ফেল বলে কিছুই নেই। সব পাশ।” আর তাতেই উচ্ছাসের হওয়া।